রাজ্য বিভাগে ফিরে যান

রাজ্যে গঠন হচ্ছে ৭টি নতুন জেলা, ঘোষণা মমতার

August 1, 2022 | < 1 min read

সোমবার নবান্ন থেকে একথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন রাজ্যে আরও ৭টি নতুন জেলা গঠনের কথা। মুখ্যমন্ত্রী বলেন, এই ৭ জেলা হল- বিষ্ণুপুর, বহরমপুর-জঙ্গিপুর, কান্দি, সুন্দরবন, ইছামতী এবং বসিরহাট (এই জেলার নাম এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি)। এর ফলে রাজ্যের জেলা সংখ্যা বেড়ে দাঁড়াবে ৩০।

প্রসঙ্গত, ২০১৭ সালের পশ্চিম মেদিনীপুর ভেঙে ঝাড়গ্রাম জেলা এবং দার্জিলিং জেলা ভেঙে কালিম্পং জেলা গঠিত হয়, যার ফলে তখন রাজ্যে জেলার সংখ্যা গিয়ে দাঁড়ায় ২৩-এ। এছাড়া, ২০১৪ সালে আলিপুরদুয়ার জেলা তৈরি হয়।

জেনে নিন কিভাবে পুনর্বিন্যাস হয়ে গঠন হচ্ছে এই নতুন ৭ জেলা:

  • বিষ্ণুপুর (বাঁকুড়া জেলা ভেঙে তৈরি হচ্ছে)
  • বহরমপুর-জঙ্গিপুর (মুর্শিদাবাদ জেলা ভেঙে তৈরি হচ্ছে)
  • কান্দি (মুর্শিদাবাদ জেলা ভেঙে তৈরি হচ্ছে)
  • সুন্দরবন (দক্ষিণ ২৪ পরগনা জেলা ভেঙে তৈরি হচ্ছে)
  • ইছামতী (উত্তর ২৪ পরগনা জেলা ভেঙে তৈরি হচ্ছে)
  • বসিরহাট (জেলার নাম এখনও ঠিক হয়নি, তবে উত্তর ২৪ পরগনা জেলা ভেঙে তৈরি হচ্ছে)
  • রানাঘাট (নদিয়া জেলা ভেঙে তৈরি হচ্ছে)
TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Mamata Banerjee, #districts

আরো দেখুন