দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

এইমসে নিয়োগ দুর্নীতি: বিজেপি বিধায়কের মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য বাঁকুড়ায় সিআইডি

August 1, 2022 | < 1 min read

বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা প্রভাব খাটিয়ে নিজের মেয়েকে কল্যাণী এইমসে চাকরি করিয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্ত করছে সিআইডি। নীলাদ্রিশেখর দানার মেয়ে মৈত্রি দানাকে দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদের জন্য আজ (সোমবার) ফের বাঁকুড়া যাচ্ছে সিআইডি।

১৫ জুলাই কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতি মামলায় বিজেপি বিধায়কের মেয়েকে প্রথমবার জিজ্ঞাসাবাদ করেন রাজ্য পুলিশের গোয়েন্দারা। প্রথমবার জিজ্ঞাসাবাদের সময় মৈত্রি দানার দওয়া তথ্য মিলিয়ে দেখার পর দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদ করা হবে। ভিডিওগ্রাফি করা হবে গোটা প্রক্রিয়া।

বাঁকুড়ার বেজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা ও চাকদার বিজেপি বাধায়ক বঙ্কিম ঘোষের বিরুদ্ধে কল্যাণী এইমসে-এ প্রভাব খাটিয়ে বেআইনি নিয়োগের অভিযোগ উঠেছে। অভিযোগ বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ তাঁর পুত্রবধূ অনুসূয়া ঘোষকে চাকরি পাইয়ে দিয়েছেন। এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য এর আগে বঙ্কিম ঘোষের বাড়িতেও যায় সিআইডি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bankura, #bjp, #CID, #Kalyani AIIMS Recruitment Case

আরো দেখুন