দেশ বিভাগে ফিরে যান

5G স্পেকট্রাম নিলামে সকলকে টেক্কা দিল মুকেশ আম্বানির রিলায়েন্স জিও

August 1, 2022 | < 1 min read

কেন্দ্রের ঘোষণা অনুযায়ী ৫জি স্পেকট্রামের সবচেয়ে বেশি বরাত পেল মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিও। সোমবার স্পেকট্রামের নিলামের পর কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একথা জানিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ’৭১ শতাংশ স্পেক্ট্রামের নিলাম শেষ হয়েছে। ৭২ হাজার ৯৮ মেগাহার্টজের মধ্যে ৫১ হাজার ২৩৬ মেগাহার্টজ স্পেক্ট্রাম বিক্রি হয়েছে।’

আম্বানির সংস্থা ৫জি স্পেক্ট্রামের ৮৮ হাজার ৭৮ কোটি টাকায় ২৪,৭৪০ মেগাহার্টজ কিনেছে। আদানি ডেটা নেটওয়ার্ক লিমিটেড ২১২ কোটি টাকায় ৪০০ মেগাহার্টজ, ভোডাফোন আইডিয়া ১৮ হাজার ৭৯৯ কোটি টাকায় ৬,২২৮ মেগাহার্টজ এবং ভারতী এয়ারটেল ৪৩ হাজার ৮৪ কোটি টাকায় ১৯,৮৬৭ মেগাহার্টজ স্পেকট্রাম কিনেছে। নিলামে আঁচ গিয়ে পড়েছে শেয়ার বাজারেও। এদিন রিলায়েন্সের শেয়ারের দর ২৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৫৬৬.৮০ টাকা হয়েছে।

কেন্দ্র জানিয়েছে, সরকার এই ৫জি স্পেক্ট্রাম বন্টনের পর প্রথম বছরে ১৩ হাজার ৩৬৫ কোটি টাকা উপার্জন করবে। অক্টোবরেই দেশ জুড়ে শুরু হয়ে যাবে ৫জি পরিষেবা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Reliance, #5G, #auction, #Spectrum, #mukesh ambani

আরো দেখুন