রাজ্য বিভাগে ফিরে যান

পঞ্চায়েত ভোটে কোনও ‘দাদাগিরি’ চলবে না, দলের নেতাদের বার্তা অভিষেকের

August 1, 2022 | < 1 min read

সাংগঠনিক রদবদলের পর সোমবার ক্যামাক স্ট্রিটের অফিসে উত্তরবঙ্গের তিন জেলার নেতাদের সঙ্গে বৈঠক করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিংয়ের দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন তিনি।

তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, এদিনের বৈঠকে দলের নেতা-কর্মীদের অভিষেকের স্পষ্ট বার্তা, ‘‘পঞ্চায়েত ভোটে কোনও দাদাগিরি চলবে না। থানায় গিয়ে ব্যক্তিগত ক্ষমতা দেখানো, প্রশাসনিক কাজেও ব্যক্তিগত ক্ষমতা দখানো চলবে না।’’

২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচন নিয় ভুড়ি ভুড়ি অভিযোগ আনে বিরোধীরা। রাজনৈতিক মহল বলে, পঞ্চায়েত ভোটে তৃণমূলের কিছু নেতার ঔদ্ধত্যর প্রভাব পড়েছিল উনিশের লোকসভা ভোটেও। বিশেষ করে উত্তরের জেলাগুলিতে সাফ গিয়েছিল ঘাসফুল শিবির। এবার সেই ইতিহাসের পুনরাবৃত্তি রুখতে মরিয়া ঘাসফুল শিবির।

এদিন বৈঠকে একাধিক জনসভা থেকে জনসংযোগে জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন অভিষেক। তৃণমূলর সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ‘‘সভার ভিড় শেষ কথা নয়, ভোট যেন ভোট বাক্সে আসে। জনসংযোগ করুন। বুথে-বুথে যান। কাল থেকেই রাস্তায় নামুন। মানুষের কাছে যান। ব্যক্তিগত ভিড় নয় দলের ভিড় দরকার।’’

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #abhishek banerjee, #tmc, #Panchayat Election

আরো দেখুন