দেশ বিভাগে ফিরে যান

মাত্র ৩০০ টাকায় মাস গুজরান! মোদী জমানায় সংকটে বার্ধক্যভাতা, বিধবাভাতাজীবিরা

August 1, 2022 | < 1 min read

মোদী জমানায় কষ্টে দিন কাটছে জাতীয় সামাজিক সহায়তা প্রকল্পের আওতায় ভাতা প্রাপকদের। বাড়ছে না ভাতা, বিগত এক দশক ধরে তিনশো টাকা ভাতা নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে ভাতা প্রাপকদের। কেন্দ্রীয় বার্ধক্যভাতা, বিধবাভাতা, প্রতিবন্ধী ভাতাসহা সব ভাতার দশা এমনই। মোদী সরকারের আমলে এক টাকাও ভাতা-অনুদান বাড়েনি। মোদী সরকারের গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত জাতীয় সামাজিক সহায়তা প্রকল্পের আওতাধীন কোন ভাতা বৃদ্ধির কোনরকম প্রস্তাব নেই। 

সম্প্রতি মধ্যপ্রদেশের সমাজকর্মী চন্দ্রশেখর গৌরের করা আরটিআইয়ের পরিপ্রেক্ষিতে এমনটা জানানো হয়েছে। আরটিআই সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, গোটা দেশে জাতীয় সামাজিক সহায়তা প্রকল্পের আওতায় প্রায় তিন কোটি মানুষ রয়েছেন। মূলত, দারিদ্র্যসীমার নীচের মানুষেরাই এই জাতীয় ভাতাগুলো পেয়ে থাকেন। 

কিন্তু মাসে তিনশো টাকায় আজকের দিনে চলা কার্যত অসম্ভব। এমনটাই জানাচ্ছেন ভাতা প্রাপকেরা। গোটা দেশের নানা প্রান্তের মোদী সরকার আওতায় বিভিন্ন রকম ভাতা প্রাপকেরা সাফ বলছেন তিনশো টাকায় কিছুই হয়না তাদের। দ্রব্যমূল্যের দাম বাড়তে বাড়তে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার গণ্ডি পেরিয়েছে, এই অবস্থায় একটি মানুষের সারা মাস কি করে তিনশো টাকায় অতিবাহিত করা সম্ভব? সেই প্রশ্নেই মোদী সরকারকে বিদ্ধ করছেন ভাতা প্রাপকেরা। কিন্তু কোন হেলদোল নেই দেশের সরকারের।

TwitterFacebookWhatsAppEmailShare

#old age pension, #modi govt, #India, #widow pension

আরো দেখুন