মূল্যবদ্ধি নিয়ে সংসদে সরব বিরোধীরা, অভিনব প্রতিবাদ তৃণমূল সাংসদের
বিরোধীদের বিক্ষোভের পর অবশেষে সংসদে মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা হল। লোকসভায় চার কংগ্রেস সাংসদের সাসপেনশন প্রত্যাহারের পরই বরফ গলল। এর আগে দিনের শুরুতে অবশ্য লোকসভা এবং রাজ্যসভা বিরোধী বিক্ষোভে উত্তাল হয়। সঞ্জয় রাউতের গ্রেপ্তারির ঘটনায় কেন্দ্রের বিরুদ্ধে সরব হন বিরোধী সাংসদরা। মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনার সময়েই ওয়াকআউট করে কংগ্রেস।
বিরোধী বিক্ষোভে বেলা দুটো পর্যন্ত মুলতুবি হয়ে যায় লোকসভা। সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেন, মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা করতে সরকার প্রস্তুত। সোমবার লোকসভা এবং মঙ্গলবার রাজ্যসভায় আলোচনা হবে।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগাতার মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা চলাকালীন কাঁচা বেগুনে কামড় দিলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। সেইসঙ্গে মোদী সরকারকে তৃণমূল সাংসদের কটাক্ষ, ‘‘সরকার চায় আমরা কাঁচা আনাজ কামড়ে খাই।’’
বিরোধীদের বিশেষত তৃণমূল সাংসদদের লাগাতার চাপে মূল্যবৃদ্ধি নিয়ে সংসদে আলোচনা করতে রাজি হয় মোদী সরকার। এদিন লোকসভায় সেই আলোচনা চলাকালীন পেট্রোপণ্য, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরে কেন্দ্রীয় সরকারকে তুলোধোনা করেন তৃণমূল সাংসদ। বলার শুরুতেই তৃণমূল সাংসদ বলেন, অবশেষে মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা করতে রাজি হওয়ার জন্য ধন্যবাদ।’’ এরপরই রান্নার গ্যাসের লাগাতার দামবৃদ্ধি নিয়ে সরব হন তিনি। কাকলির অভিযোগ, গত কয়েক মাসে বেশ কয়েকবার দাম বেড়েছে রান্নার গ্যাসের। ৬০০ টাকার সিলিন্ডার আজ ১১০০ টাকা। সিলিন্ডারের দাম কমানোর দাবিও জানান তিনি।