দেশ বিভাগে ফিরে যান

মোদী সরকারকে কোনঠাসা করতে আজ মহিলা নিরাপত্তা নিয়ে আন্দোলনে তৃণমূল

August 1, 2022 | 2 min read

বাদল অধিবেশনের প্রথম দিন থেকেই মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছেন বিরোধী সাংসদেরা। চিঁড়ে-মুড়ির উপর জিএসটি চাপানো, আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি, ২৭ জন বিরোধী সাংসদের সাসপেনশন, সব মিলিয়ে চলতি বাদল অধিবেশনের দ্বিতীয় সপ্তাহে সংসদ অচলাবস্থার মধ্যে দিয়েই কেটে গিয়েছে। চলতি অধিবেশনের মাত্র ৯ দিন বাকি রয়েছে। এবারের বাদল অধিবেশনে ২৪টি বিল পাশ করার পন করেছিল মোদী সরকার। কিন্তু বিরোধীদের লাগাতার আন্দোলনে কোনঠাসা মোদী সরকার। এর মধ্যেই মনে করা হচ্ছে আরও উত্তাল হতে চলেছে চলতি অধিবেশন। বিরোধীদের শান্ত করতে ১ আগস্ট বিরোধী সাংসদদের নিয়ে বৈঠক ডাকলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। সরকার পক্ষকেও বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। এরই মধ্যে মহিলা নিরাপত্তা নিয়ে মোদী সরকারের উপর চাপ বাড়াচ্ছে তৃণমূল।

লোকসভার সচিবালয় তরফে জানানো হয়েছে, আজ মূল্যবৃদ্ধি নিয়ে লোকসভায় আলোচনা হবে। বলাইবাহুল্য, বিরোধীদের চাপেই বাধ্য হয়ে মোদী সরকারকে আলোচনায় বসতে হচ্ছে। গুজরাতে মহিলা ধর্ষণ, শিবসেনার সঞ্জয় রাউতের ইডি হেফাজত, ঝাড়খণ্ডে ঘোড়া কেনা বেচা, ইত্যাদি ঘটনায় উত্তাল হতে পারে সংসদ। তৃণমূলের পক্ষ থেকে, তাদের দলের সাংসদ কাকলি ঘোষদস্তিদার, মৌসম বেনজির নুর এবং দোলা সেন সংসদের উভয় কক্ষেই নোটিশ দিয়েছেন। তৃণমূল সাংসদদের দাবি, অন্য সব কাজ আপাতত স্থগিত রেখে; মহিলা নিরাপত্তা নিয়ে সংসদে আলোচনা করতে হবে। 

মোদী সরকারের মন্ত্রী স্মৃতি ইরানির বিরুদ্ধে আক্রমণ শানানোর পরিকল্পনা নিয়েছে কংগ্রেস। সোনিয়া গান্ধী ইস্যু তো ছিলই, সেই সঙ্গে জুড়েছে আরও এক অভিযোগ। মাননীয় রাষ্ট্রপতিকে অসম্মান করার অভিযোগ উঠছে স্মৃতি ইরানির বিরুদ্ধে। স্মৃতি ইরানীকে জিরো আওয়ারে বলতে কেন আটকানো হল না, অন্যদিকে বিরোধীদের বলতেই দেওয়া হয় না, সেই বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধেও সরব তারা। কেবল সংসদের অন্দরেই নয়, রাস্তাও নামছেন তারা।

মূল্য‌বৃদ্ধি এবং বেকারত্বের প্রতিবাদে শুক্রবার ৫ আগস্ট প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও ও রাষ্ট্রপতি ভবন অভিযানের প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস। ২ আগস্ট গোটা দেশের কয়েক লক্ষ রেশন দোকানদার মোদী সরকারের বিরুদ্ধে রাজধানীর রাজপথে নামতে চলেছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Trinamool Congress, #modi govt, #Women security, #Protest, #Parliament, #bjp, #tmc

আরো দেখুন