খেলা বিভাগে ফিরে যান

কমনওয়েলথ গেমসে ভারতকে রূপো, ব্রোঞ্জ এনে দিল দুই জুডোকা, এক ভারোত্তোলক

August 2, 2022 | < 1 min read

সোমবার কমনওয়েলথ গেমসে একটি রুপো এবং দুটি ব্রোঞ্জ জিতল ভারত। এর মধ্যে একটি রুপো এবং একটি ব্রোঞ্জ পদক এলো জুদো থেকেই। ৪৮ কেজি বিভাগে রুপো পেলেন সুশীলা দেবী। ফাইনালে দক্ষিণ আফ্রিকার মিকায়েলা হোয়াইটবুইয়ের কাছে হেরে গেলেন তিনি। জুদোতেই পুরুষদের ৬০ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতলেন বিজয় কুমার।

সোমবার ভাৰতকে আরেকটি পদক যেন দিলেন ভারোত্তোলক হরজিন্দর কউর। ৭১ কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জিতলেন তিনি।

হকিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪-৪ ড্র করল ভারত। ৩-০ এগিয়ে থাকার পরেও ম্যাচ ড্র করে এলেন মনপ্রীত সিংহরা।

লন বলে এই প্রথম ভারতের মহিলাদের দল ফাইনালে উঠেছে। এর আগে কোনও দিন লন বলে কমনওয়েলথের ইতিহাসে পদক পায়নি ভারত। ফাইনালে তাঁরা খেলবেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।

সোমবার বাংলার প্রণতি নায়েক ভল্টের ফাইনালে পঞ্চম স্থানে শেষ করেছেন। পদকের আশা জাগিয়ে বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে উঠেছেন অমিত পাঙ্ঘাল এবং মহম্মদ হুসামুদ্দিন। স্কোয়াশের সেমিফাইনালে উঠেছেন ভারতের সৌরভ ঘোষাল ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Vijay Kumar Yadav, #Shushila Devi, #CWG 2022, #Commonwealth games, #Achinta Sheuli, #Birmingham 2022

আরো দেখুন