এই নিয়ে এই গেমসে মোট পাঁচটি সোনা জিতল ভারত, যার মধ্যে আজকে এল দুটি। আজ ছেলেদের ডাবলসে ৩-০ ব্যবধানে জিতেছিলেন ভারতের হরমিত দেশাই ও জি সাথিয়ান। পরের সিঙ্গলসে হেরে যান শরৎ কমল। তার পর ফের সিঙ্গলস ম্যাচটি যেতেন সাথিয়ান। উল্লেখ্য, গত বারও সোনা জিতেছিল ভারত।