নিজের নামেই ISL খেলবে ইস্টবেঙ্গল, ভারত গৌরব সন্মান ভূষিত লিয়েন্ডার-ঝুলন
জয়ী হল সমর্থকদের আবেগ, নিজের নামেই আইএসএল খেলবে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি স্বাক্ষর করার আগের দিনেই ইমামির শীর্ষ কর্তা আদিত্য আগরওয়াল নিজেই জানিয়েছেন এই কথা। যদিও লাল হলুদ জার্সির পিছনে ইমামির নাম থাকছেই।
সোমবার ১ আগস্ট ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে ইমামির পক্ষ থেকে আদিত্য আগরওয়াল ও মনীশ গোয়েঙ্কা উপস্থিত ছিলেন। তারাই এদিন জানান, নিজেদের নামেই আইএসএলে খেলবে ইস্টবেঙ্গল। স্পন্সরদের নাম রাখাই নিয়ম। আগে এসসি ইস্টবেঙ্গল নামেও খেলেছে ইলিশপ্রেমীরা। লিগ ও ডুরান্ডে ইমামি ইস্টবেঙ্গল নামে খেললেও, আইএসএলে ইস্টবেঙ্গল খেলবে লাল হলুদ শিবির।
ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের মঞ্চ থেকেই, বিনিয়োগকারী সংস্থা ইমামির কর্মকর্তারা জানিয়েছেন, ভাল প্রস্তুতি সেরে শক্তিশালী দল নিয়েই ময়দানে নামবে ইস্টবেঙ্গল। ডুরান্ডের প্রস্তুতিও শুরু হয়েছে। মরশুমের জন্যে কোচ নিয়োগও হয়ে গিয়েছে। লিগে লাল হলুদ শিবিরের দায়িত্বে থাকবেন বিনু জর্জ, অন্যদিকে আইএসএলে লাল হলুদ শিবিরের কোচের দায়িত্ব সামলেবেন স্টিফেন কনস্টানটাইন।