খেলা বিভাগে ফিরে যান

কমনওয়েলথ গেমসে লন বলে জিতে ভারতকে চতুর্থ সোনা এনে দিল মেয়েরা

August 2, 2022 | < 1 min read

২০২২ বার্মিংহাম কমনওয়েলথ গেমসের দলগত প্রতিযোগিতায় সোনা পেল ভারতের মেয়েরা। মঙ্গলবার লন বলের প্রতিযোগিতায় ঐতিহাসিক জয় এনে দিল ভারতের চতুর্থ সোনার মেডেল।

ভারতের মেয়েরা ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে পরাস্ত করল ১৭-১০ ব্যবধানে। ভারতের এই সোনাজয়ী দলের সদস্য ছিলেন লাভলি চৌবে, রূপা রানি তিরকে, পিঙ্কি ও নয়নমণি সাইকিয়া। এই প্রথম ভারত এই খেলায় সোনা জিতল।

প্রসঙ্গত সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়েছিল ভারতের মেয়েরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Lawn bowls, #India, #gold, #Commonwealth Games 2022, #Commonwealth games, #Women's Team

আরো দেখুন