রাজ্য বিভাগে ফিরে যান

মমতার মন্ত্রিসভায় আট নতুন মুখ, সাঁওতালিতে শপথ বীরবাহার

August 3, 2022 | < 1 min read

অবশেষে প্রত্যাশা মতোই সম্পন্ন হল মমতার মন্ত্রিসভার সম্প্রসারণ। সোমবার মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছিলেন রদবদলের কথা। সেই মতো বুধবার ৩ আগস্ট বুধবার মন্ত্রিসভায় এলেন নতুন আট জন। দিনহাটার বিধায়ক উদয়ন গুহকে পূর্ণমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় নিয়ে আসা হল। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয়কেও পূর্ণমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। পূর্ণমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় এলেন বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী। পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেলেন নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক। রাজ্যের কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদারকে পূর্ণমন্ত্রী দায়িত্ব দিয়ে মন্ত্রিসভায় নিয়ে এলেন মুখ্যমন্ত্রী।

মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী দায়িত্ব পেলেন সত্যজিৎ বর্মণ এবং তাজমুল হোসেন। এছাড়াও পাঁশকুড়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিপ্লব রায়চৌধুরীকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী করা হয়েছে। পুরোনোদের মধ্যে বীরবাহা হাঁসদার দায়িত্ব বৃদ্ধি করা হয়েছে। বীরবাহাকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী দায়িত্ব দেওয়া হয়েছে।

আজ (২ আগস্ট) বিকেলে ৪টায় মন্ত্রিসভার নতুন সদস্যদের রাজভবনে শপথবাক্য পাঠ করান বাংলার নয়া রাজ্যপাল লা গণেশন। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শপথগ্রহণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন বামপন্থী চেয়ারম্যানে বিমান বসু।

TwitterFacebookWhatsAppEmailShare

#Udayan Guha, #Birbaha Hansda, #New cabinet, #snehasish chakraborty, #pradip majumdar, #partha bhowmick, #satyajit barman, #tajmul hossain, #West Bengal, #biplab roy chowdhury, #Mamata Banerjee, #Babul Supriyo

আরো দেখুন