দিল্লির পর এবার গুয়াহাটিতে অসম পুলিশের হাতে আটক রাজ্যের সিআইডি দল
August 3, 2022 | < 1min read
ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়কদের কাছ থেকে কলকাতা উদ্ধার হয়েছিল ৪৯ লক্ষ টাকা। সেই সূত্রে এমনই সব অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে কলকাতা থেকে দিল্লি ও গুয়াহাটিতে তদন্ত করতে গিয়েছিল রাজ্যের সিআইডি দল। এর আগে দিল্লিতে যে দলটি গেছিল তাদের আটকানোর চেষ্টা করে দিল্লি পুলিশ। এবার অসমের গুয়াহাটিতেও রাজ্যের সিআইডি আধিকারিকদের বাধা দেওয়া হল।
অসমের প্রশাসনের নির্দেশেই পশ্চিমবঙ্গের সিআ়ইডি দল গুয়াহাটিতে আটক করা হয়েছে, উঠছে এমন অভিযোগ। জানা গেছে, ঝাড়খণ্ডের বিধায়করা যে অসমে এসেছিলেন সেই ভিডিও ফুটেজ চাইতে গুয়াহাটি বিমানবন্দরে উপস্থিত হন সিআইডির আধিকারিকরা। তখনই তাদেরকেই আটক করে অসম পুলিশ।