রাজ্য বিভাগে ফিরে যান

তথ্য-প্রযুক্তিক্ষেত্রই জোগাবে কর্মসংস্থান, ডিজিটাল স্কিল ডেভলপমেন্টে দেশসেরাদের তালিকায় বাংলার দুর্গাপুর

August 3, 2022 | < 1 min read

করোনা কাটিয়ে আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি। সাম্প্রতিক টিমলিজ ডিজিটালের করা এক সমীক্ষা থেকে জানা গিয়েছে, ২০২২-২৩ অর্থ বছরে তথ্য-প্রযুক্তিক্ষেত্রে কর্মসংস্থানের জোয়ার আসতে চলেছে। তথ্যপ্রযুক্তি নির্ভর বিজনেস প্রসেস ম্যানেজমেন্ট সংক্রান্ত কাজে বিপুল কর্মসংস্থানের সম্ভাবনার কথা জানাচ্ছেন বিশেষজ্ঞেরা। প্রায় সাড়ে তিন লক্ষ নয়া কর্মসংস্থানের কথা উঠে আসছে সমীক্ষায়। টিমলিজ ডিজিটালের সমীক্ষা অনুযায়ী, ডিজিটাল স্কিলং নির্ভর চাকরির বাজার ৮.৪ শতাংশ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

করোনার কারণে ওয়ার্ক ফ্রম হোম বা বাড়িতে বসে কাজের পরিস্থিতি তৈরি করা হয়েছিল। সেই সময় বিভিন্ন সংস্থাগুলি নিজেদের কর্মীদের ডিজিটাল স্কিলের প্রশিক্ষণ দিয়েছে। গোটা দেশে বিভিন্ন সংস্থা মিলিয়ে, প্রায় দেড় লক্ষ কর্মী করোনার সময়ে এমন প্রশিক্ষণ পেয়েছে। সমীক্ষা অনুযায়ী, সেই ব্যবস্থা এখনও পুরোদমেই রয়েছে। ছোট শহরগুলি দ্রুত এগোচ্ছে। দেশের সেরা শহরগুলির তালিকায় বাংলার দুর্গাপুরের নামও উঠে আসছে।

টিমলিজ ডিজিটালের সমীক্ষায় জানা গিয়েছে, এই মুহূর্তে ভারতে তথ্যপ্রযুক্তি নির্ভর বিজেনস প্রসেস ম্যানজেমেন্টের কাজে প্রায় ৫১ লক্ষ মানুষ নিযুক্ত রয়েছেন। সমীক্ষকদের মতে, আগামী বছরের মার্চ মাসের শেষে সংখ্যাটা বেড়ে সাড়ে ৫৪ লক্ষে পৌঁছে যেতে পারে। সমীক্ষকদের মতে, ই-কমার্স, ডেটা ইঞ্জিনিয়ারিং, ডেটা অ্যানালিটিক্স, ডেটা ভিসুয়ালাইজেশন, ডেটা সায়েন্স, ক্লাউড কম্পিউটেশন, সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং ইত্যাদি ক্ষেত্রে কর্মসংস্থান হতে পারে। সমীক্ষায় উঠে এসেছে এক অভিনব তথ্য। তথ্য-প্রযুক্তি নির্ভর কাজের ক্ষেত্রে এখন সংস্থাগুলিই মানুষের কাছে পৌঁছে যাচ্ছে।

তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির পাশাপাশি প্রোডাক্টস ডেভেলপমেন্ট কোম্পানির ক্ষেত্রেও কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হয়েছে। সমীক্ষা থেকে জানা গিয়েছে, বিগত দু-বছরে যাঁরা স্নাতক হয়েছেন; তাদের অধিকাংশই চাকরির বাজারের নতুন দিকগুলি নিয়ে খোঁজখবর নিচ্ছেন এবং সেই অনুযায়ী, নিজেদের যোগ্য করে তুলতে প্রস্তুতি নিচ্ছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Durgapur, #digital skills development, #TeamLease digital survey

আরো দেখুন