দেশ বিভাগে ফিরে যান

ঝাড়খণ্ডের বিধায়কদের গাড়িতে টাকা: সিআইডিকে তদন্তে বাধা দিল্লি পুলিসের

August 3, 2022 | < 1 min read

দিল্লিতে বাধার মুখে পড়ল রাজ্যের সিআইডি।ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়কের গাড়িতে টাকা উদ্ধারের ঘটনায় দিল্লিতে সিদ্ধার্থ মজুমদার নামে এক অভিযুক্ত ব্যক্তির বাড়িতে তল্লাশিতে গেলে রাজ্যের সিআইডি আধিকারিকদের বাধা দেয় দিল্লি পুলিস।

পর্যাপ্ত নথি ও সার্চ ওয়ারেন্ট থাকে সত্বেও তল্লাশিতে বাধা দেয় দিল্লির চাণক্যপুরীর থানার আধিকারিকেরা, এমনটাই জানা গিয়েছে। দিল্লি পুলিশের এই আচরণের বিরুদ্ধে আইনত পদক্ষেপ নেবে সিআইডি বলে জানা গিয়েছে।

সিআইডি বাধা পাওয়ার ঘটনা পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে যাচ্ছেন এডিজি দক্ষিণবঙ্গ ও আইজি। উক্ত সিদ্ধার্থ মজুমদারকে হেফাজতে নিতে আদালতের দ্বারস্থ হচ্ছে সিআইডি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Delhi Police, #Jharkhand, #CID, #Illegal cash case, #Congress

আরো দেখুন