খেলা বিভাগে ফিরে যান

ভারোত্তোলনে ফের রুপো, কমনওয়েলথ গেমসে সোনা হারালেন কিদাম্বি শ্রীকান্তরা

August 3, 2022 | < 1 min read

কিদাম্বি শ্রীকান্ত, ছবি সৌঃ AP

কমনওয়েলথ গেমসে মঙ্গলবার ব্যাডমিন্টন এবং ভারোত্তোলনে আরও দুটি পদক এল ভারতের ঘরে। ভারোত্তোলনে পুরুষদের ৯৬ কেজি বিভাগে রুপো পেলেন বিকাশ ঠাকুর। মোট ৩৪৬ কেজি ওজন তুলেছেন তিনি স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে। তবে ৩৮১ কেজি ওজন তুলে সোনা জিতেছেন সামোয়ার প্রতিযোগী।

তাঁর তৃতীয় প্রয়াসে স্ন্যাচে ১৫৫ কেজি ওজন তোলেন বিকাশ, যা ছিল তাঁর সর্বোচ্চ। এর পর দ্বিতীয় প্রয়াসে ১৯১ কেজি ওজন তোলেন ক্লিন অ্যান্ড জার্কে। তৃতীয় প্রয়াসে ১৯৮ কেজি তুলতে গিয়েও সফল হননি তিনি। রূপো পেয়েই সন্তুষ্ট থাকতে হয় তাঁকে।

অন্যদিকে গতবারের সোনা জয়ী ভারতের ব্যাডমিন্টন দল মিক্সড ইভেন্টে এবার ৩-১ স্কোরে হেরে গেল মালয়েশিয়ার কাছে। ছেলেদের সিঙ্গলস এবং ডাবলস, মেয়েদের ডাবলসে হেরে যায় ভারত। একমাত্র মেয়েদের সিঙ্গলস ম্যাচটি যেতেন সিন্ধু। এ বার রূপো পেয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের।

এ দিনের সেশেল ৫টি সোনা, ৫টি রুপো এবং ৩টি ব্রোন্জ পদক পেয়ে ভারতের মেডেল সংখ্যা এসে দাঁড়িয়েছে ১৩তে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Srikanth Kidambi, #CWG 2022, #Commonwealth Games 2022

আরো দেখুন