দেশ বিভাগে ফিরে যান

সংখ্যালঘুদের প্রতি যত্নবান না হলে ভারতের অবস্থাও শ্রীলঙ্কার মতো হতে পারে: রঘুরাম রাজন

August 3, 2022 | < 1 min read

দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা সংখ্যালঘু ইস্যু নিয়ে ভুগে এখন খেসারত দিচ্ছে, সেদিকে নজর রেখে ভারতেরও উচিত সতর্ক হওয়া। এমটাই মনে করছেন আরবিআইয়ের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন।

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘‘শ্রীলঙ্কায় অবশ্যই বিরাট সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে- তামিলরা। যখন দেশটি বেকারত্বের সমস্যায় ভিগছিল, সেই সময় রাজনীতিবিদদের নজর যায় সংখ্যালঘুদের সমস্যার দিকে। তারা সংখ্যালঘুদেরই জুজু বানিয়ে সংঘর্ষের পরিস্থিতি তৈরি করে। যার অবশ্যম্ভাবী পরিণাম ছিল গৃহযুদ্ধ।’’

এই প্রসঙ্গ উত্থাপন করে রঘুরামের সতর্কতা, ‘‘শ্রীলঙ্কার পরিস্থিতি দেখে আমার মনে একটাই কথা আসছে। আমাদের উচিত দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও একতার দিকে নজর দেওয়া। সেটাই দেশের অর্থনীতি ও অখণ্ডতার জন্য জরুরি।’’

তিনি বলেন, ‘‘মানুষের উদ্বেগ বাড়তে থাকে। প্রথমে তারা পরিণাম নিয়ে ভাবে। আর তারপর তাদের মাথায় এই প্রশ্নই আসে যে, আমার কি এমন দেশে ব্যবসা করা উচিত, যেখানে সংখ্যালঘুদের সঙ্গে অন্যায় হয়?’’ এই বিষয়ে বলতে গিয়ে চিনের প্রসঙ্গও তুলেছেন রঘুরাম। মনে করিয়ে দিয়েছেন, কীভাবে উইঘুর মুসলমানদের প্রতি চিনের নির্যাতনের কারণে লাগাতার আমেরিকা ও ইউরোপ চাপ সৃষ্টি করেছে তাদের উপরে। আর তার ফলে বহু ব্যবসায়ীর মনেই দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, সেখানে কাজ করে যাওয়ার বিষয়ে। বিশেষ করে উইঘুর অধ্যুষিত এলাকায়। ফলে সেখানেও সমস্যা বাড়ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#srilanka, #Minorities, #India, #Raghuram Rajan

আরো দেখুন