ইডির একাধিক ক্ষমতায় সুপ্রিম কোর্টের সিলমোহর দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা
সম্প্রতি সুপ্রিম কোর্ট ইডি-র প্রায় সব ক্ষমতায় সিলমোহর দিয়ে দিয়েছে। কিন্তু অর্থ বিলের মাধ্যমে আর্থিক নয়ছয় প্রতিরোধ আইনে (PMLA) সংশোধন করে ইডি-র হাতে এই সমস্ত ক্ষমতা তুলে দেওয়া উচিত ছিল কি না, তার ফয়সলা করেনি। ভবিষ্যতে যদি সুপ্রিম কোর্ট অর্থ বিলের মাধ্যমে আইন সংশোধন ভুল ছিল বলে রায় দেয়, তা হলে ইডি-র ক্ষমতার ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে এ বার জোটবদ্ধভাবে প্রশ্ন তুলতে চাইছে বিরোধী দলগুলি।
তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, ডিএমকে, আম আদমি পার্টি, সিপিআই(এম), সমাজবাদী পার্টি এবং আরজেডি-সহ ১৭ টি বিরোধী দলের সদস্য এবং একজন স্বতন্ত্র রাজ্যসভার সাংসদ সুপ্রিম কোর্টের এই রায়ের দীর্ঘমেয়াদী প্রভাব সম্পর্কে গভীর আশঙ্কা প্রকাশ করে একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছে এবং এটি পর্যালোচনা করার আহ্বান জানিয়েছে।
বিরোধীদের বক্তব্য, যদি অর্থ বিলের মাধ্যমে আর্থিক নয়ছয় প্রতিরোধ আইনে সংশোধন ভুল বলে সুপ্রিম কোর্ট রায় দেয়, তাহলে ইডি-র অধিকাংশ ক্ষমতাও নাকচ হয়ে যাবে। কারণ, ওই আইনে সংশোধনের মাধ্যমেই ইডি-কে যথেচ্ছ ক্ষমতা দেওয়া হয়েছে। সে ক্ষেত্রে ইডি-র ক্ষমতায় সিলমোহর দেওয়া সুপ্রিম কোর্টের ওই রায় গুরুত্বহীন হয়ে পড়বে।
একের পর এক বিরোধী দলের নেতার গ্রেপ্তারি, তল্লাশি, মামলা, তদন্তে সিবিআই-ইডিকে রাজনৈতিক স্বার্থে কাজে লাগানোর অভিযোগের মতো বিষয়গুলি অন্তত এ বিষয়ে বিরোধীদের এককাট্টা করে দিয়েছে। ইডির যথেচ্ছ ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে রাষ্ট্রপতির কাছে যাওয়ারও পরিকল্পনা করছেন বিরোধীরা।
দেশের শীর্ষ আদালত গত সপ্তাহে তল্লাশি থেকে গ্রপ্তারি, আটক থেকে জিজ্ঞাসাবাদের সময়ের বয়ানকে প্রমাণ হিসেবে পেশ করার মতো বিভিন্ন বিষয়ে ইডির ক্ষমতায় সিলমোহর দিয়েছিল।