রাজ্য বিভাগে ফিরে যান

হ্যান্ডলুম দিবসে পুরস্কার পাচ্ছে তন্তুজ, বাংলার সাত তন্তুবায়, জানালেন মমতা

August 4, 2022 | < 1 min read

আমার নতুন পালক বাংলার মুকুটে। এবার জাতীয় পুরস্কার পাচ্ছে বাংলার বিখ্যাত সরকারি বস্ত্রবিপণী ‘তন্তুজ’। বাংলার শাড়ি, তাঁত ইত্যাদির নকশা বোনায় অসামান্য কৃতিত্বের জন্যই এই পুরস্কার। আগামী ৭ আগস্ট বস্ত্রমন্ত্রকের তরফে জাতীয় হ্যান্ডলুম দিবসে তন্তুজকে পুরস্কৃত করা হবে। এই অর্থে টুইট করে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

তন্তুজ ছাড়াও জাতীয় পুরস্কার পাচ্ছেন বাংলার ৭ তন্তুবায়। এদের মধ্যে আছেন ফুলিয়ার শ্রী বীরেন বসাক এবং জ্যোতিষ দেবনাথ। মুখ্যমন্ত্রী এঁদের সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।

আজ সন্ধেবেলা দুটি টুইটবার্তায় মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের সর্বোচ্চ তাঁত প্রতিষ্ঠান, তন্তুজ এবার জাতীয় পুরস্কার পেতে চলেছে। অসামান্য সব নকশা তৈরির স্বীকৃতি হিসেবে ভারত সরকারের বস্ত্রমন্ত্রকের তরফে এই পুরস্কার দেওয়া হচ্ছে। শ্রী বীরেন বসাক ও শ্রী জ্যোতিষ দেবনাথ-সহ আরও ৭ তাঁতশিল্পীকে তিনি শুভেচ্ছা জানাচ্ছেন। তাঁরাও নকশা এবং বিপণনের জন্য জাতীয় পুরস্কার পাচ্ছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Mamata Banerjee, #Tantuja, #handloom products

আরো দেখুন