← খেলা বিভাগে ফিরে যান
কমনওয়েলথ গেমসে স্কোয়াশে পদক কলকাতার সৌরভের, সাফল্য অ্যাথলেটিক্স, ভারত্তোলনেও
কলকাতার ছেলে সৌরভ ঘোষাল কমনওয়েলথ গেমসের স্কোয়াশ প্রতিযোগিতা থেকে দেশকে এনে দিলেন ব্রোঞ্জ। এই প্রথম স্কোয়াশ সিঙ্গলসে কমনওলেথ গেমস পদক পেল ভারত। গতবারের গোল্ড কোস্ট কমনওয়েলথে সৌরভ রুপো পেয়েছিলেন মিক্সড ডাবলসে। এবার পদক পেলেন সিঙ্গলসে।
গেমসের ষষ্ঠ দিনে ইতিহাস গড়ে অ্যাথলেটিক্সে পুরুষদের হাই জাম্পে দেশকে ব্রোঞ্জ পদক এনে দিলেন তেজস্বীন শঙ্কর।
অন্যদিকে ভারত্তোলনে পুরুষ বিভাগে গুরদীপ সিং ব্রোঞ্জ পেয়েছেন। ১০৯ কেজি বিভাগে তিনি মোট ওজন তোলেন ৩৯০ কেজি। ভারোত্তোলনে ভারতের ঘরে চলে এল দশটা পদক। তারমধ্যে সোনা ও রুপো রয়েছে তিনটে করে।