রাজ্য বিভাগে ফিরে যান

রাজ্যের দ্বারস্থ ডেলিভারি বয়রা, সমস্যা সমাধানের আশ্বাস বিদায়ী শ্ৰমমন্ত্রীর

August 4, 2022 | < 1 min read

ডেলিভারি বয়, ছবি সৌজন্যেঃ PTI

এবার রাজ্যের দ্বারস্থ হল নানান অ্যাপ নির্ভর বিপণন সংস্থার ডেলিভারি বয়রা। অ্যাপ নির্ভর বিভিন্ন বিপণন সংস্থার ডেলিভারি বয়রা নানা সময়ে নানা ধরণের সমস্যার সম্মুখীন হন। ডেলিভারি বয়দের সংগঠন অ্যাপ বেসড ডেলিভারি অ্যান্ড টেম্পোরারি ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে তাদের সমস্যা জানিয়ে বিদায়ী শ্রমমন্ত্রী বেচারাম মান্নার কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে।

ডেলিভারি দেওয়া সময় রাস্তায় ট্রাফিক জ্যাম, নানা ধরণের পুলিশি ঝামেলাসহ রাস্তায় নানা বিধ সমস্যায় পড়েন ডেলিভারি বয়রা। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগ, ঝড়-বৃষ্টি রয়েইছে। এই সমস্ত কারণেই অনেক ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে তারা পণ্য সরবরাহ করতে পারেন না। গ্রাহকেরা তাদের বিরুদ্ধে অভিযোগ করেন। গ্রাহকদের অভিযোগের ভিত্তিতেই অ্যাপ নির্ভর সংস্থাগুলি তাদের কাজ থেকে ছাড়িয়ে দেয়। এক্ষেত্রে কেন এমনটা হল তা খতিয়ে দেখে না সংস্থাগুলো। এই সমস্যা সমাধানের জন্যেই মন্ত্রী দ্বারস্থ হলেন তারা।

তাদের দাবি, অবিলম্বে সমস্যার সমাধানের জন্যে রাজ্য, ডেলভারী বয় এবং সংস্থাদের নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক করুক। এছাড়াও জ্বালানি অর্থাৎ পেট্রল-ডিজেলের মাত্রাতিরিক্ত মূল্যবৃদ্ধির পরেও তাদের কমিশন বাড়েনি, ট্রাফিক পুলিশদের উৎপাত, পার্কিং জায়গার অভাবসহ আরও কিছুক্ষেত্রে রাজ্যের হস্তক্ষেপ দাবি করছেন তারা। মন্ত্রী তাদের দাবিগুলি সহানুভূতিসহকারে বিবেচনার আশ্বাস দিয়েছেন বলেই জানা যাচ্ছে। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Becharam Manna, #Food Delevery Boys, #swiggy, #zomato

আরো দেখুন