রাজ্য বিভাগে ফিরে যান

মমতার সঙ্গেই দিল্লি সফরে অভিষেক, আজই সাংসদদের নিয়ে রণকৌশলের বৈঠক?

August 4, 2022 | < 1 min read

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আজ বৃহস্পতিবার ৪ আগস্ট দিল্লি যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজধানী পৌঁছে তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে অভিষেকের। প্রসঙ্গত, শুক্রবার ৫ আগস্ট বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হওয়ার কথা। নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎ করবেন।

শোনা যাচ্ছে, সাম্প্রতিক বিভিন্ন ঘটনা, তৃণমূল আগামীদিনের লড়াইয়ের পথ এবং মন্ত্রিসভার রদবদল ইত্যাদি বিষয় নিয়েই দলীয় সাংসদদের সঙ্গে বৈঠকে বসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও থাকবেন। মোদী সরকারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের আক্রমণের রণকৌশল কেমন হবে, বৈঠকে সে বিষয়েও আলোচনা করতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনটাই খরব। বিরোধীদের মোকাবিলা করার কৌশল নিয়ে মমতা ও অভিষেকের সঙ্গে রাজ্যসভা এবং লোকসভার সাংসদেরা কথা বলবেন।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ক্রমশই মোদী বিরোধী লড়াইয়ের ময়দানে সামনের সারিতে উঠে আসছেন অভিষেক। দলেও অভিষেক ক্রমে ক্রমে মিস্টার ডিপেন্ডেবেল হয়ে উঠেছেন। দলের নেতা-সাংসদেরা মমতা- অভিষেকের সফরকে তাৎপর্যপূর্ণ মনে করেছেন।​ অন্যদিকে, রাজনৈতিক কারবারিরা মমতার সঙ্গে অভিষেকের দিল্লি সফরকে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ বলেই গণ্য করছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#abhishek banerjee, #tmc, #politics, #Trinamool Congress, #Mamata Banerjee, #delhi

আরো দেখুন