কলকাতা বিভাগে ফিরে যান

আজই কলকাতায় পা রাখছেন লাল হলুদ ব্রিগেডের নয়া কোচ কনস্ট্যানটাইন

August 4, 2022 | < 1 min read

অবশেষে অবসান হন যাবতীয় জল্পনার। বৃহস্পতিবারই (৪ আগস্ট) কলকাতায় আসছেন ইস্টবেঙ্গলের নয়া কোচ স্টিভন কনস্ট্যানটাইন। আজ দুপুর তিনটেয় নয়া মরশুমের অনুশীলন শুরু করছে লাল-হলুদ বাহিনী। প্রথম দিনের অনুশীলনে ব্রিটিশ কনস্ট্যানটাইনও উপস্থিত থাকতে পারেন বলে খবর।

অন্যদিকে, ইমামির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পূর্ণ হতে, দল গড়তে ময়দানে নেমে পড়ল লাল-হলুদ ব্রিগেড। ১৩ জন ফুটবলারের সঙ্গে ইতিমধ্যেই সই পর্ব সেরে ফেলেছে ইস্টবেঙ্গল। গোলরক্ষকের দায়িত্বে পবন কুমার, রক্ষণ ভাগ সামলাবেন পাঁচ ফুটবলার মহম্মদ রাকিপ, অঙ্কিত মুখোপাধ্যায়, সার্থক গোলুই, জেরি লালরিনজুয়ালা, প্রীতম সিংহ। মাঝমাঠের দায়িত্বে থাকবেন ছয় ফুটবলার সৌভিক চক্রবর্তী, অমরজিৎ সিংহ, মোবাশির রহমান, আঙ্গুসানা লুওয়াং, অনিকেত যাদব, নাওরেম মহেশ সিংহ। আক্রমণে ভিপি সুহের সঙ্গে চুক্তি করেছে লাল হলুদ শিবির।

ডুরান্ড কাপ এবং কলকাতা লিগের জন্যে ভাল দল গড়াই এখন ইস্টবেঙ্গলের প্রধান লক্ষ্য। ডুরান্ড ও কলকাতা লিগে কোচিং দায়িত্বে থাকবেন বিনো জর্জ। অন্যদিকে, আসন্ন আইএসএলের জন্য ইতিমধ্যেই দল গঠন শুরু করে দিয়েছে লাল হলুদ ব্রিগেড।​

TwitterFacebookWhatsAppEmailShare

#East Bengal, #Stephen Constantine

আরো দেখুন