← দেশ বিভাগে ফিরে যান
শিণ্ডে গোষ্ঠীকে প্রকৃত শিবসেনা হিসেবে স্বীকৃতি নয়, সুপ্রিম কোর্টে স্বস্তি উদ্ধবের
কোন গোষ্ঠী প্রকৃত শিবসেনা, তা নিয়ে উদ্ধব ঠাকরে এবং মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের মধ্যে আইনি লড়াই চলছে। এরই মধ্যে শিণ্ডে গোষ্ঠী নির্বাচন কমিশনে চিঠি লিখে জানায়, তারাই প্রকৃত শিবসেনা। কমিশন যেন তাদেরই স্বীকৃতি দেয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে তার বিরোধিতা করে পাল্টা চিঠি দেয় কমিশনকে। কিছুদিন আগে শিবসেনার বেশ কয়েকজন একনাথপন্থী সাংসদ লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করে জানান, সংসদে যেন তাঁদেরই স্বীকৃতি দেওয়া হয়।
এবার সুপ্রিম কোর্টে এক নির্দেশে স্বস্তি মিলেছে উদ্ধব ঠাকরের। একনাথ শিণ্ডের গোষ্ঠীকে আসল শিবসেনা বলে যেন নির্বাচন কমিশন স্বীকৃতি না দেয়, এমনটাই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। বিষয়টি সাংবিধানিক বেঞ্চে পাঠানোর বিষয়ে আগামী সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে বলে জানা গিয়েছে।