রাজ্যজুড়ে মাঙ্কিপক্স নিয়ে সতর্কতা জারি করল স্বাস্থ্যভবন
স্বাস্থ্যভবন বুধবার মাঙ্কিপক্স নিয়ে রাজ্যজুড়ে সতর্কতা জারি করেছে। সর্তক করা হয়েছে কলকাতা সহ প্রত্যেক জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের। এই রোগে আক্রান্ত বা উপসর্গযুক্তদের জন্য কিছু শয্যা আলাদা রাখতে সব মেডিক্যাল কলেজকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর। যাতে প্রয়োজনে টেস্টের ব্যবস্থা করা যায়, সেই জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে প্রতিটি মেডিক্যাল কলেজের মাইক্রো বায়োলজি বিভাগকেও।
মাঙ্কিপক্স প্রতিরোধে কলকাতার আইডি ও স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন কর্তৃপক্ষকেও সব রকম ব্যবস্থা রাখতে বলেছে স্বাস্থ্যভবন। পাশাপাশি, নজরদারি করা হবে প্রত্যেক বিমানযাত্রীকেও। খতিয়ে দেখা হবে সব তথ্য।
এরইমধ্যে দিল্লিতে আরও এক বিদেশির পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। এই নিয়ে রাজধানীতে মাঙ্কিপক্স আক্রান্তর সংখ্যা বেড়ে হয়েছে ৪। আক্রান্ত ৩১ বছরের মহিলা। বুধবার দেশে মাঙ্কিপক্স আক্রান্ত সংখ্যা বেড়ে হল ৯।