দেড় কোটি মানুষের পছন্দ নোটা, চাঞ্চল্যকর তথ্য ডেমোক্র্যাটিক রিফর্মসের রিপোর্টে
প্রায় দেড় কোটি মানুষ নোটাকে বেছে নিচ্ছেন, এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মসের রিপোর্ট। বৃহস্পতিবার ৪ আগস্ট অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস জানিয়েছে, বিগত ৫ বছরে বিধানসভা ও লোকসভা নির্বাচন মিলিয়ে ১ কোটি ২৯ লক্ষ মানুষ নোটায় ভোট দিয়েছে। প্রসঙ্গত, ভোটদাতারা বিকল্প হিসেবে নোটাকে নির্বাচিত করতে পারেন। কয়েক বছর আগেই নির্বাচন কমিশন নোটার প্রচলন করেন। কোন প্রার্থীদের পছন্দ না হলে, ভোটাদাতারা নোটায় ভোট দিতে পারবেন। নোটার অর্থ নান অফ দ্যি অ্যাভব।
এডিআর ও ন্যাশনাল ইলেকশন ওয়াচ ভোট সংখ্যা বিশ্লেষণ করে। ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে নোটায় পড়া ভোটের সংখ্যা বিশ্লেষণ করে তারা রিপোর্ট প্রকাশ করেছে। বিধানসভা নির্বাচনে নোটায় মোট ৬৪ লক্ষ ৫৩ হাজার ভোট পড়েছে। লোকসভা নির্বাচনে সর্বাধিক নোটায় ভোট পড়েছে বিহারের গোপালগঞ্জ কেন্দ্রে। ৫১ হাজার ৬৬০ ভোট নোটায় পড়েছে। নোটায় সর্বনিম্ন ভোট পড়েছে, লাক্ষাদ্বীপে।
চলতি বছরের সদ্য সমাপ্ত পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে নোটায় মাত্র ০.৭০ শতাংশ ভোট পড়েছে। বিশ্লেষণে উঠে এসেছে, গোয়া, মণিপুর, পাঞ্জাব, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে পাঁচ রাজ্যে নোটায় যথাক্রমে ১০ হাজার ৬২৯, ১০ হাজার ৩৪৯, ১ লক্ষ ১০ হাজার ৩০৮, ৬ লক্ষ ৩৭ হাজার ৩০৪ ও ৪৬ হাজার ৮৪০ ভোট পড়েছে। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মসের হিসেব অনুযায়ী, ২০১৯ সালের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে নোটায় সর্বাধিক ভোট পড়েছে। প্রায় ৭ লক্ষ ৪২ হাজার ১৩৪ মানুষ কোন প্রার্থীকেই বেছে নিচ্ছেন না। তার মধ্যে লাতুর কেন্দ্রে নোটায় ভোট পড়েছিল সর্বাধিক। ২৭ হাজার ৫০০ জন মানুষ নোটাকে বেছে নিয়েছিলেন।