দেশ বিভাগে ফিরে যান

মাত্র ৭৪ দিনের জন্য দেশের প্রধান বিচারপতি হচ্ছেন উদয় উমেশ ললিত

August 5, 2022 | < 1 min read

তাঁর কার্যকালের মেয়াদ হবে মাত্র ৭৪ দিন। এ মত অবস্থায় সুপ্রিম কোর্টের ৪৯তম প্রধান বিচারপতি হচ্ছেন উদয় উমেশ ললিত। বর্তমান প্রধান বিচারপতি এন ভি রামানা কেন্দ্রীয় আইনমন্ত্রীর কাছে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তাঁর নাম পাঠিয়েছেন ।

রামানার কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে ২৬ আগস্ট। তারপরই দায়িত্ব নেবেন ললিত। কিন্তু ৮ নভেম্বর অবসর নেবেন তিনি। সেই কারণে তিনি মাত্র ৭৪ দিন তিনি প্রধান বিচারপতি পদে থাকবেন।

এর আগে এস এ বোবদের কাছ থেকে ২০২১-এর এপ্রিল মাসে প্রধান বিচারপতির দায়িত্ব নেন রামানা। তাঁর কার্যকালের মেয়াদ ১৬ মাস। ললিতের পর প্রধান বিচারপতির হওয়ার দৌড়ে রয়েছেন ডি ওয়াই চন্দ্রচূড়, এরমটাই জানা যাচ্ছে। তাঁর বাবা ওয়াই ভি চন্দ্রচূড় একসময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন। ১৯৭৮ থেকে ১৯৮৫ দীর্ঘ সাত বছর তিনি ওই পদে ছিলেন, যা এখনও পর্যন্ত সবচেয়ে দীর্ঘ।

২০১৪ সালের ১৩ আগস্ট সুপ্রিম কোর্টের বিচারপতি পদে উন্নীত হন ললিত। ২০১৭ সালে যে বিচারপতিদের পাঁচ সদস্যের বেঞ্চ তাৎক্ষণিক তালাককে বা তিন তালাককে অবৈধ ঘোষণা করে, সেই বেঞ্চে ছিলেন ললিত।

TwitterFacebookWhatsAppEmailShare

#CJI NV Ramana, #Justice Uday Umesh Lalit, #supreme court, #NV Ramana

আরো দেখুন