খেলা বিভাগে ফিরে যান

কমনওয়েলথ গেমসে এবার হাই জাম্পে ভারতকে রুপো এনে দিলেন শ্রীশঙ্কর

August 5, 2022 | < 1 min read

বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) সপ্তম দিনে দুটি পদক এসেছে ভারতের ঝুলিতে। প্রথম বার কমনওয়েলথ গেমস থেকে প্যারা বিভাগে সোনা জিতল ভারত। পুরুষদের বিভাগে প্রথম অ্যাথলিট হিসেবে লং জাম্পে রুপো জয় ২৩ বছরের শ্রীশঙ্করের। এদিন সেরা লাফ দিয়েও অল্পের জন্য সোনা হাতছাড়া হল লং জাম্পার মুরলি শ্রীশঙ্করের।

অন্যদিকে প্যারা পাওয়ার লিফটিং ইভেন্টে পুরুষদের হেভিওয়েট ফাইনালে নতুন রেকর্ডের সঙ্গে সোনার পদক জিতলেন সুধীর তিনি৷ তিনিই হলেন ভারতের প্রথম অ্যাথলিট যিনি কমনওয়েলথ গেমসে প্যারা পাওয়ার লিফটিং ইভেন্টে সোনার পদক পেলেন৷

TwitterFacebookWhatsAppEmailShare

#Commonwealth games, #M. Sreeshankar, #CWG 2022

আরো দেখুন