দেশ বিভাগে ফিরে যান

ধর্মীয় বা দাতব্য সংস্থা চালিত সরাইখানার ভাড়ায় জিএসটি লাগবে না

August 6, 2022 | < 1 min read

ধর্মীয় বা দাতব্য সংস্থা চালিত সরাইখানার ভাড়ায় জিএসটি আরোপ করা হবে না।

গত মাসের জিএসটি কাউন্সিলের বৈঠকে এক হাজার টাকার কম হোটেল ভাড়ায় ১২ শতাংশ জিএসটি সুপারিশ করা হয়েছিল। আগে যা ছিল শূণ্য। তারপরেই এসজিপিসি’র মতো একাধিক ধর্মীয় ও দাতব্য প্রতিষ্ঠান তাদের একহাজার টাকার কম ঘর ভাড়ায় জিএসটি নিতে শুরু করে। এ বিষয়ে সরকারের কাছে অভিযোগ জমা পড়তেই সক্রিয় হয় অর্থমন্ত্রক।

এরপরই সিদ্ধান্ত কেন্দ্র সিদ্ধান্ত নেয়, ধর্মীয় বা দাতব্য সংস্থা চালিত সরাইখানার ভাড়ার সঙ্গে জিএসটি নেওয়া হবে না। অর্থাৎ, যে কোনও মূল্যের ঘরই জিএসটি’র আওতার বাইরে। ধর্মীয় বা দাতব্য সংস্থার কোনও সরাইখানা যদি সংশ্লিষ্ট সংস্থার চৌহদ্দির বাইরে বা আশপাশে থাকে, সেক্ষেত্রেও প্রযোজ্য হবে না জিএসটি।

১৮ জুলাই বৈঠকে পণ্য ও পরিষেবার উপর একগুচ্ছ নতুন সুপারিশ করে জিএসটি কাউন্সিল। তারপরেই দৈনিক এক হাজার টাকার কম ভাড়ার ঘরের উপর জিএসটি নিতে শুরু করে শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটি (এসজিপিসি)। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আওতাধীন সেন্ট্রাল বোর্ড অব ইনডিরেক্ট ট্যাক্সেস (সিবিআইসি) সরাইখানার ভাড়ায় জিএসটি’র বিষয়টি পরিষ্কার করে দিল।

TwitterFacebookWhatsAppEmailShare

#GST, #religious organizations, #charitable organizations

আরো দেখুন