দেশ বিভাগে ফিরে যান

গভীর নিম্নচাপের ফলে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, দিল্লি সফর কাটছাঁট করে ফিরছেন মমতা?

August 6, 2022 | < 1 min read

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবিবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। তার প্রভাবে সোমবার থেকে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে। ৮ আগস্ট অর্থাৎ সোমবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ৯ আগস্ট, মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা, উত্তর ২৪ পরগনা, হা‍ওড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। ৮ আগস্ট ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ৯ আগস্ট থেকে ১০ আগস্টের মধ্যে হাওয়ার বেগ হতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সফর কাটছাঁট করে কলকাতায় ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে। এই মুহূর্তে তিনি দিল্লি রয়েছেন। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দ্রৌপদী মুর্মুর সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন। সোমবার তাঁর ফেরার কথা ছিল। কিন্তু দলীয় সূত্রে জানা যাচ্ছে, রবিবার নীতি আয়োগের বৈঠক সেরেই তড়িঘড়ি কলকাতায় ফিরে আসছেন মমতা। যার কারণ হিসেবে বলা হচ্ছে, বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপের ফলে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তৈরি হয়েছে। আশঙ্কার মাঝেই পরিস্থিতি মোকাবিলা করতে তড়িঘড়ি মুখ্যমন্ত্রী রাজ্যে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। জানা গিয়েছে, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী বিপর্যয় মোকাবিলা দপ্তরের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে ফোনে কথা বলে নিয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#delhi, #Rain, #Mamata Banerjee

আরো দেখুন