দেশ বিভাগে ফিরে যান

উপরাষ্ট্রপতি পদে নির্বাচনে অংশ নিচ্ছে না তৃণমূল, বিরত থাকার চিঠি শিশির-দিব্যেন্দুকেও

August 6, 2022 | < 1 min read

শনিবার দেশের উপরাষ্ট্রপতি পদে নির্বাচনে অংশ না নেওয়া নিয়ে মত বদল করল না তৃণমূল। লোকসভায় সংসদীয় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এই ভোটে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অনড় থেকে দলীয় সাংসদদের সেই অর্থে নির্দেশ দিলেন। পাশাপাশি এই অর্থে চিঠি পাঠানো হয়েছে সাংসদ শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারীকেও। উপরাষ্ট্রপতি নির্বাচনে দুজনকে ভোটদান থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে চিঠিতে।

শিশির-দিব্যেন্দু তৃণমূলের প্রতীকে জেতা সাংসদ। কাঁথির অধিকারী পরিবারের সঙ্গে তৃণমূল কংগ্রেসের এখন কোনও সম্পর্ক নেই। সুদীপের চিঠির পরও শিশির-দিব্যেন্দু এই নির্বাচনে অংশ নেবেন কিনা তা নিয়ে এখনও ধোঁয়াশা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Sisir Adhikary, #Dibyendu Adhikari, #vice president election 2022, #tmc

আরো দেখুন