ইস্তফা দিলেন নীতীশ, ‘পলায়ন’ শব্দে মোদী-শাহকে কটাক্ষ তৃণমূলের
মহারাষ্ট্রের বদলা হল বিহারে। মঙ্গলবারই মহারাষ্ট্রে যেমন মন্ত্রিসভার সম্প্রসারণ সেরেছেন একনাথ শিন্দে এবং দেবেন্দ্র ফড়নবিশ, তেমনি বিহারে বিজেপি সঙ্গ ত্যাগ করে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন নীতীশ কুমার (Nitish Kumar)। বিহারে ভেঙে গেল এনডিএ (NDA) জোট সরকার।
এদিন রাজভবনে ইস্তফা দিয়ে বেরিয়ে এসে নীতীশ কুমার বলেন, ‘‘দলের সব সাংসদ এবং বিধায়করা এনডিএ ছেড়ে বেরিয়ে আসতে চাইছিলেন। সে কারণেই এই সিদ্ধান্ত।’’
এদিকে বিহারের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে (Amit Shah) খোঁচা দিতে দেরি করেনি তৃণমূল কংগ্রেস। দলের রাজ্যসভার এক সাংসদ টুইটারে লেখেন, ‘বিহারের রাজনৈতিক সঙ্কটের আরেকটি বড় কারণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহ পালিয়ে গিয়েছেন। তাঁরা চার দিন আগেই সংসদের বাদল অধিবেশন বন্ধ করে দিয়েছেন।’
নীতীশ কুমার এনডিএ জোট ছেড়ে বেরিয়ে আসায় তৃণমূল কংগ্রেস (TMC) যে খুশি, তা ওই সাংসদের টুইটেই স্পষ্ট। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মহারাষ্ট্রে সরকার ভেঙে যাওয়ার পর বিজেপি নেতারা দাবি করেছিলেন, ঝাড়খণ্ড হয়ে সরকারের ভাঙনের হাওয়া প্রবেশ করবে বাংলায়। ফলে বিহারে বিজেপি সরকারের পতন নিশ্চিত হতেই গেরুয়া শিবিরকে খোঁচা দিতে দেরি করে নি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তৃণমূলের ওই সাংসদ বিজেপিকে কটাক্ষ করে ‘পলায়ন’ শব্দটি নিজের টুইটে ব্যবহার করেছেন।