রাজ্য বিভাগে ফিরে যান

১০০ দিনের কাজের টাকা না দেওয়ায় ফের কেন্দ্রকে আক্রমণ তৃণমূলের

August 9, 2022 | < 1 min read

সম্প্রতি দিল্লি গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১০০ দিনের কাজের টাকা-সহ কেন্দ্রীয় প্রকল্প বাবদ প্রাপ্য অর্থের দাবি করেছেন। চিঠিও দিয়েছেন। রাজ্যসভায় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন (Niranjan Jyoti) লিখিতভাবে তথ্য দিয়ে জানিয়েছেন, এবছর এখনও পর্যন্ত ১০০ দিনের কাজ প্রকল্পে কানাকড়িও দেয়নি মোদী সরকার।

শুক্রবার একই ইস্যুতে তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় সরকারকে ফের আক্রমণ করলেন দলের দুই মুখপাত্র সুখেন্দুশেখর রায় ও চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা বলেন, ‘‘জানুয়ারি মাস থেকে ১০০ দিনের কাজের অর্থ আটকে রাখা হয়েছে। আমরা ১০০ দিনের কাজের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছি। তা সত্ত্বেও, অর্থ আটকে রাখা হয়েছে।’’

তৃণমূলের রাজ্যসভার উপদলনেতা সুখেন্দুশেখর রায় (Sukhendu Shekhar Roy) বলেন, ‘‘কোনও ক্ষেত্রেই নাম বদল করে মুখ্যমন্ত্রীর নামে করা হয়নি। অথচ এই কেন্দ্রীয় সরকার ২৩টি প্রকল্পের মধ্যে ১৯টি প্রকল্পের নাম বদল করেছে। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো অনুযায়ী রাজ্য সরকারগুলির সঙ্গে আলোচনা করার দরকার ছিল। সেই নিয়ম মানা হয়নি।’’

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #tmc, #modi govt, #100 days of work

আরো দেখুন