খেলা বিভাগে ফিরে যান

AIFF-এর পুরুষদের বর্ষসেরা সুনীলই, মেয়েদের মধ্যে সেরা হলেন মনীষা

August 10, 2022 | < 1 min read

২০২১-২২ মরসুমে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (AIFF) বর্ষসেরা ফুটবলার হলেন সুনীল ছেত্রী এবং মনীষা কল্যাণ। এবার নিয়ে মোট সাতবার বর্ষসেরা ফুটবলার হলেন ভারতের পুরুষদের ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী । ২০০৭ সালে প্রথমবার তিনি বর্ষসেরা ফুটবলার হয়েছিলেন। জাতীয় কোচ ইগর স্টিমাকই এবছর বর্ষসেরা ফুটবলার বেছেছেন। ২০০৭ ছাড়াও ২০১১, ২০১৩, ২০১৪, ২০১৭ এবং ২০১৮-১৯-এ বর্ষসেরা ফুটবলারের সম্মান পেয়েছিলেন সুনীল ছেত্রী।

মেয়েদের ফুটবলে বর্ষসেরা হয়েছেন মনীষা কল্যাণ। গত বছরের তিনি সেরা ইমার্জিং ফুটবলার ছিলেন। ব্রাজিলের বিরুদ্ধে গোল করে সবার নজর কারেন মনীষা। মেয়েদের জাতীয় লিগে তিনি ১৪টি গোল করেছেন। গোকুলম কেরালার হয়ে খেলা মণীষা এখন খেলবেন সাইপ্রাসের অ্যাপোলনের হয়ে।

AIFF-এর পুরস্কার (২০২১-২২):
বর্ষসেরা মহিলা ফুটবলার: মনীষা কল্যাণ
বর্ষসেরা পুরুষ ফুটবলার: সুনীল ছেত্রী
বর্ষসেরা মহিলা উদীয়মান ফুটবলার: মার্টিনা থকচম
বর্ষসেরা পুরুষ উদীয়মান ফুটবলার: বিক্রম প্রতাপ সিং
বছরের সেরা রেফারি: ক্রিস্টাল জন
বছরের সেরা সহকারী রেফারি: উজ্জ্বল হালদার।

TwitterFacebookWhatsAppEmailShare

#Manisha Kalyan, #Aiff awards, #AIFF, #Sunil Chhetri, #Indian Football

আরো দেখুন