সৌজন্যের অনন্য নজির মমতার, হাসিনার জন্য পাঠালেন কচুরিপানার রাখি ও মিষ্টি
আজ রাখিবন্ধন উৎসব, ভাই-বোনের এই উৎসবকে বাংলাকে বেঁধে রাখার সম্প্রীতির উৎসবে পরিণত করেছিলেন রবীন্দ্রনাথ। সেই ঐতিহ্যকে রক্ষা করে সৌজন্যের অনন্য নজির গড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা সকলেরই জানা। বাংলার দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যে রাখির উপহার পাঠালেন বাংলার মুখ্যমন্ত্রী। বুধবার ১০ আগস্ট বনগাঁ পুরসভার পক্ষ থেকে ওপার বাংলার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যে উপহার হিসেবে ইছামতীর কচুরিপানা থেকে তৈরি রাখি এবং মিষ্টি বাংলাদেশের সাংসদের মাধ্যমে পাঠানো হয়েছে। বাংলাদেশের সাংসদ শেখ আফিলউদ্দিন জানিয়েছেন, তিনি এই রাখি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছে দেবেন।
১০ আগস্ট বনগাঁ পুরসভার চেয়ারম্যান এবং কাউন্সিলররা পেট্রাপোল সীমান্তে উপস্থিত হয়ে ওই মিষ্টি ও রাখি বাংলাদেশের সাংসদ শেখ আফিলউদ্দিনের হাতে তুলে দেন। বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ জানিয়েছেন, চলতি বছর বনগাঁ পুরসভার পক্ষ থেকে আমেরিকা, জার্মান, কানাডা ও বাংলাদেশের রাষ্ট্রপ্রধানদের কাছে রাখি পাঠানো হয়েছে। সেই কারণেই তারা বাংলাদেশের সাংসদের হাতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্যে রাখি ও মিষ্টি তুলে দিয়েছেন।