বাংলার মুকুটে নয়া পালক, দেশে প্রথম ডিএম ইন হেমাটোপ্যাথোলজির অধ্যয়ন শুরু হচ্ছে NRS-এ
অনন্য নজির গড়ল এন আর এস মেডিক্যাল কলেজ হাসপাতাল। ব্লাড ক্যান্সারসহ রক্তের বিভিন্ন ধরনের অসুখের চিকিৎসা সংক্রান্ত সর্বোচ্চ ডিগ্রির পঠনপাঠন অর্থাৎ ডিএম ইন হেমাটোপ্যাথোলজির (hematopathology) ছাড়পত্র পেল এন আর এস মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। দেশের প্রথম কোন মেডিক্যাল কলেজ হিসেবে বাংলার ঐতিহ্যশালী এন আর এস মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এই পাঠ্যক্রমের পঠন-পাঠন শুরু করতে চলেছে। প্রসঙ্গত, দেশের প্রথম সারির স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিতেও এনএমসি স্বীকৃত ডিএম ইন হেমাটোপ্যাথোলজি পাঠ্যক্রম নেই। জানা গিয়েছে, আপতত এন আর এস-এ প্রতি ব্যাচে তিনজন করে ডিএম ইন হেমাটোপ্যাথোলজি পড়তে পারবেন।
এন আর এস (NRS) মেডিক্যাল কলেজ ও হাসপাতালের হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ তুফানকান্তি দলুই জানিয়েছেন, এন আর এস-এর সঙ্গে সঙ্গে সামগ্রিকভাবে বাংলার জন্য এটি অত্যন্ত গর্বের বিষয়। ৩ আগস্ট এনএমসির তরফে এন আর এসকে এই খবর জানানো হয়েছে। অন্যদিকে, চিকিৎসকেরা জানাচ্ছেন ডিএম ইন হেমাটোপ্যাথোলজির অধ্যয়ন চালানোর জন্যে উপযুক্ত পরিকাঠামো, মেডিক্যাল টেকনোলজিস্ট, অন্তত চার-পাঁচজন চিকিৎসক, রক্তপরীক্ষার নানান আধুনিক যন্ত্রপাতি ইত্যাদির প্রয়োজন। তবে বাংলার চিকিৎসাবিজ্ঞানে নয়া পালক যোগ করলে এই ঘটনা। রক্ত সংক্রান্ত বিভিন্ন রোগের চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচিত হল।