রাজ্য বিভাগে ফিরে যান

ঝাড়খণ্ডের কাণ্ডে নয়া মোড়, অভিযুক্ত কংগ্রেস বিধায়কদের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলার নির্দেশ

August 12, 2022 | < 1 min read

ঝাড়খণ্ডের (Jharkhand) কাণ্ডে নয়া মোড়। গাড়িতে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হওয়ায় ধরা পড়েছিলেন পড়শি রাজ্য ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ক। পশ্চিমবঙ্গ পুলিশের হাত থেকে তদন্তভার নেয় সিআইডি। অন্যদিকে, হেমন্ত সোরেনের সরকার ভাঙানোর অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। এবার অভিযুক্ত তিন কংগ্রেস (Congress) বিধায়কের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলার নির্দেশ দিল আদালত।

বৃহস্পতিবার ১১ আগস্ট কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ধৃত তিন কংগ্রেস বিধায়ককে হাওড়ার সাংসদ-বিধায়কদের জন্যে নির্দিষ্ট আদালতে পেশ করার নির্দেশ দিয়েছিল। তারপরই অভিযুক্ত তিন কংগ্রেস বিধায়ককে হাওড়ায় বিশেষ এমপি-এমএলএ আদালতে তোলা হয়। অভিযুক্তরা এর আগেই জামিনের আর্জি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে গতকাল(১১ আগস্ট) ওই মামলার শুনানি চলাকালীন, অভিযুক্ত বিধায়কদের আদালতে পেশ এবং তাদের সিআইডি হেপাজতের বিষয়ে আইনি জটিলতার প্রশ্ন ওঠে।

আদালত সাফ জানিয়েছে, জনপ্রতিনিধিদের সিজেএম আদালতে পেশ করে হেপাজতে নেওয়া যায় না। জনপ্রতিনিধিদের জন্য যে আদালত নির্ধারিত রয়েছে, সেখানে পেশ করেই সিআইডিকে হেপাজতের আবেদন করতে হবে। একই সঙ্গে আদালত জানিয়েছে, হিসেব বহির্ভূত টাকা উদ্ধার হওয়ায়, অভিযুক্ত কংগ্রেস বিধায়কদের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা করতে হবে। তারপর অভিযুক্ত তিন কংগ্রেস বিধায়ককে হাওড়ায় সাংসদ-বিধায়কদের জন্য নির্ধারিত আদালতে পেশের নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আজ (শুক্রবার, ১১ আগস্ট) ফের মামলার শুনানি হাওয়ার কথা রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#calcutta high court, #Jharkhand, #Jharkhand Congress MLAs, #Prevention of Corruption Act

আরো দেখুন