রাজ্য বিভাগে ফিরে যান

পঞ্চায়েত ভোটের আগে বঙ্গ বিজেপির দায়িত্বে তিন কেন্দ্রীয় মন্ত্রী? বহিরাগত নিয়ে জল্পনা শুরু

August 12, 2022 | < 1 min read

ছবি সৌজন্যেঃ Mint

পঞ্চায়েত নির্বাচনের আগে বাংলায় সংগঠনের দায়িত্ব পাচ্ছেন তিন কেন্দ্রীয় মন্ত্রী? সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, স্মৃতি ইরানি এবং জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে বাংলার দায়িত্ব দিয়ে পাঠাতে পারেন বাংলায়। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বিজেপি বাংলায় ৪২ আসনের মধ্য়ে ১৮ আসন জেতে। এরপরেই রাজ্যের বিধানসভা নির্বাচনে ২০০ আসন পেয়ে বাংলা দখল করার আশা জাগিয়ে মাত্র ৭৭টি আসন পায় বিজেপি। তারপর একেরপর এক সাংসদ-বিধায়কের দলত্যাগে জেরবার বঙ্গ বিজেপি এখন রাজ্য থেকে সংগঠনকে চাঙ্গা করার মতো নেতা তুলে ধরত ব্যর্থ।

পঞ্চায়েত ভোটের আগে কৈলাশ বিজয়বর্গীকে সরিয়ে সুনীল বনসলকে রাজ্যের পর্যবেক্ষকের দায়িত্ব দিয়েছে নাড্ডারা। আবার সেই বহিরাগতদেরই দায়িত্ব দেওয়ায় দলের অন্দরে নতুন করে ক্ষোভের সৃষ্টি হবে, এরকম মনে করছেন অনেকেই। এদিকে সুকান্ত-শুভেন্দু-লকেটদের পারস্পরিক সমীকরণ যে ঠিক নাও থাকতে পারে, সেটা নিয়েও কথা উঠেছে অনেকবার। বাঙালি নেতাকে দায়িত্ব না দিয়ে আবার বাইরে থেকে নেতা এনে বাংলায় কতটা সুবিধা পাবে বিজেপি, সেটা নিয়েও কৌতূহল রাজনৈতিক মহলে।

TwitterFacebookWhatsAppEmailShare

#BJP West Bengal, #Dharmendra Pradhan, #Smriti Irani, #Jyotiraditya Madhavrao Scindia, #Panchayat Election

আরো দেখুন