খেলা বিভাগে ফিরে যান

তিন ব্রাজিলিয়ান সহ পাঁচ বিদেশিকে একদিনে সই করাল ইস্টবেঙ্গল

August 13, 2022 | < 1 min read

তিন ব্রাজিলিয়ান সহ পাঁচ বিদেশিকে একদিনে সই করাল ইমামি ইস্টবেঙ্গল। আর দুই বিদেশীর একজন সাইপ্রাসের এবং একজন স্পেনের। ইমামির সঙ্গে চুক্তি হয়ে উঠতে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছিল। তা সত্বেও দলগঠন প্রক্রিয়ায় নিজেদের অনেকটাই গুছিয়ে নিল ইস্টবেঙ্গল অনেকটাই । পাঁচ বিদেশির মধ্যে দু’ জন এই প্রথম ভারতে ফুটবল খেলবেন। বাকিরা এর আগে আইএসএলে খেলেছেন।

সাইপ্রাসের ডিফেন্ডার চারালাম্বোস কিরিয়াকউ, স্পেনের এই ডিফেন্ডার ইভান গঞ্জালেজ ছাড়া ইস্টবেঙ্গলের পাঁচ বিদেশের মধ্যে আর তিন ব্রাজিলিয়ান হলেন অ্যালেক্স লিমা, ক্লেইটন সিলভা- এবং এলিয়ান্দ্রো।

প্রসঙ্গত, কিছুদিন আগে ১৩ জন ভারতীয় ফুটবলারকে সই করানোর কথা ঘোষণা করেছিল ইস্টবেঙ্গল।

TwitterFacebookWhatsAppEmailShare

#East Bengal, #Football, #Emami, #Brazilian footballer

আরো দেখুন