খেলা বিভাগে ফিরে যান

জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ

August 13, 2022 | 2 min read

ছবি সৌজন্যে: BCCI

জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজে ভারতীয় দলের কোচের দায়িত্বে দেখা যাবে ভিভিএস লক্ষ্মণকে। এর আগে ভারতীয় দলের আয়ারল্যান্ড সফরে টি-২০ সিরিজে কোচের দায়িত্ব সামলে ছিলেন লক্ষ্মণ।

ছবি সৌজন্যে: BCCI

১৮ আগস্ট থেকে জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে কেএল রাহুলের নেতৃত্বাধীন ভারতীয় দল। এদিকে ২৭ আগস্ট থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু এশিয়া কাপ। ফলে মাঝে সময়ের ব্যবধান খুব কম। তা মাথায় রেখে রাহুল দ্রাবিড়ে জায়গায় ‘অ্যাক্টিং হেজ কোচ’ হিসেবে জিম্বাবোয়ে সফরে পাঠানো হচ্ছে লক্ষ্মণকে।

ছবি সৌজন্যে: BCCI

শুক্রবার এক বিবৃতিতে বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন, ‘‘কোচের দায়িত্ব থেকে রাহুল দ্রাবিড়কে বিশ্রাম দেওয়া হচ্ছে, তা নয়। ভারতের জিম্বাবোয়ে সফর শেষ হচ্ছে ২২ আগস্ট। দ্রাবিড়-সহ ভারতীয় দল এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরশাহি পৌঁছবে ২৩ আগস্ট। ফলে দুই ইভেন্টের মধ্যে সময়ের ব্যবধান খুব কম। তা বিবেচনা করে জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলের দায়িত্বে থাকবেন লক্ষ্মণ।’’

TwitterFacebookWhatsAppEmailShare

#Team India, #coach, #Zimbabwe tour, #Cricket, #VVS Laxman

আরো দেখুন