রাজ্য বিভাগে ফিরে যান

শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, বৃষ্টি বাড়বে উত্তর থেকে দক্ষিণে

August 13, 2022 | < 1 min read

শনিবার দুপুরের পর থেকে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, নিম্নচাপ আজই ঘনীভূত হওয়ার সম্ভাবনা। বিকেলের পর থেকে তুমুল ঝড়বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। রবিবার আরও শক্তি বাড়াবে নম্নচাপ। বৃষ্টি বাড়বে উত্তর থেকে দক্ষিণে।


হাওয়া অফিস জানিয়েছে, রবিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের মতো উপকূলীয় জেলাগুলিতে দমকা হাওয়া-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টিপাত হতে পারে বাঁকুড়া এবং পুরুলিয়াতেও। দক্ষিণবঙ্গের পাশাপাশি, উত্তরবঙ্গেও শনি ও রবিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বৃষ্টি চলতে পারে সোমবার পর্যন্ত।
মেঘলা আকাশ ও বৃষ্টিতে দিন ও রাতের তাপমাত্রা কলকাতায় স্বাভাবিকের নীচে নেমে গেছে। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে (Weather)। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #North Bengal, #Weather forecast, #South Bengal, #Weather Update, #rainfall

আরো দেখুন