রাজ্য বিভাগে ফিরে যান

নিয়ন্ত্রণে রাজ্যের করোনা সংক্রমণ, গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪৭৯

August 14, 2022 | < 1 min read

গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত ৪৭৯ জন। রাজ্য স্বাস্থ্যদপ্তরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ লক্ষ ২ হাজার ৪৮৭। মৃত্যুহার কমে দাঁড়িয়েছে ১.০২ শতাংশ। গত ২৪ ঘন্টায় করোনার বলি ২ জন।

এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২১ হাজার ৪২২ জনের। করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লক্ষ ৭৫ হাজার ৩৭৮ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৮.৭১ শতাংশ।

একদিনে ১০ হাজার ২৯ টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ৪.৭৮ শতাংশ। ভাইরাস মোকাবিলায় একদিনে ১ লক্ষ ৮৯ হাজার ৭৭৫ ডোজ দেওয়া হয়েছে। রাজ্যে মোট ১ কোটি ১৬ লক্ষ ৬ হাজার ৮০১ প্রিকশন ডোজ দেওয়া হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Corona Virus, #Covid Update, #West Bengal

আরো দেখুন