প্রয়াত ‘ভারতের ওয়ারেন বাফে’, গলি থেকে রাজপথের নায়ক রাকেশ ঝুনঝুনওয়ালা
চলে গেলেন ভারতের বিজনেস টাইকুন, ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়ালা (Rakesh Jhunjhunwala)। অনেকদিন যাবৎ শারীরিক সমস্যায় ভুগছিলেন, তাঁর হৃদযন্ত্রে সমস্যা ছিল। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬২ বছর। রবিবার ১৪ আগস্ট ভোর ৬টা ৪৫ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
১৯৮৫ সালে শেয়ার ব্যবসায়ী, বিনিয়োগকারী রাকেশের যাত্রা শুরু হয়েছিল। মাত্র ৫ হাজার টাকা পুঁজি নিয়েই তিনি হয়ে ওঠেন দেশের অন্যতম সফল ব্যবসায়ী। শোনা যায়, তাঁর সম্পত্তির মোট পরিমাণ ৫.৫ বিলিয়ন মার্কিন ডলার। মার্কিন শিল্পপতি ওয়ারেন বাফের সঙ্গে রাকেশ ঝুনঝুনওয়ালার তুলনা করে, তাঁকে ভারতের ওয়ারেন বাফে বলা হত। শেয়ার বাজারের একছত্র নায়ক ছিলেন রাকেশ ঝুনঝুনওয়ালা, যেখানেই বিনিয়োগ করতেন, সেটাই সুপারহিট হত। ভারতের শেয়ার বাজারে তিনি ‘বিগ বুল’ নামেও পরিচিত ছিলেন।
এক সপ্তাহ আগেই গত ৭ আগস্ট তাঁর এয়ারলাইন্স ‘আকাশ এয়ার’ পথ চলা শুরু করেছে। আগামী ৪ বছরে ৭০টি বিমানের উড়ানের লক্ষ্যমাত্রা নিয়ে ছিলেন। অন্যান্য সংস্থাগুলির তুলনায় সস্তায় পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। কিন্তু আকাশ এয়ারলাইন্সের সাফল্য দেখে যেতে পারলেন না ভারতের ওয়ারেন বাফে। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশের বাণিজ্যমহল।