রাজ্য বিভাগে ফিরে যান

আজ স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি সমারোহের সঙ্গে পালিত হবে সারা রাজ্যে

August 15, 2022 | < 1 min read

আজ সোমবার স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি। সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও আয়োজন করা হয়েছে নানা ধরনের অনুষ্ঠানের। সরকারি এবং বেসরকারি সমস্ত স্তরেই সমারোহের সঙ্গে পালিত হবে স্বাধীনতা দিবস। তেরঙ্গা ঝান্ডা উত্তোলন ও অন্যান্য অনুষ্ঠান হবে রাজ্যজুড়ে, অফিস থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান, সর্বত্রই। নানা কর্মসূচি নিচ্ছে রাজনৈতিক দলগুলিও। যেকোনও রকম দুষ্কর্ম রুখতে কলকাতাসহ রাজ্যের সমস্ত গুরুত্বপূর্ণ সৌধে এবং সমাবেশস্থলে কড়া নজরদারি চালাবেন পুলিশ ও প্রশাসন। সজাগ থাকতে বলা হয়েছে সাধারণ মানুষকেও ।

আজ রাজ্যের প্রধান আকর্ষণ কলকাতার রেড রোডের অনুষ্ঠান। আজ সকালে একাধিক ট্যাবলোসহ বর্ণাঢ্য কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বন্দোবস্ত করছে রাজ্য সরকার। সকাল ১০টায় জাতীয় পতাকা তুলবেন মুখ্যমন্ত্রী। নির্বাচিত পুলিশ অফিসারদের এই মঞ্চে সম্মান জানানো হবে। রাজ্যপাল লা গণেশনসহ বহু বিশিষ্ট ব্যক্তি এই অনুষ্ঠানে আমন্ত্রিত। পতাকা উত্তোলনসহ সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিধানসভাতেও। স্বাধীনতা দিবস সরকারিভাবে পালিত হবে পাহাড় এবং সমতলের সব জেলা সদরেও।

TwitterFacebookWhatsAppEmailShare

#Independence Day

আরো দেখুন