বিনোদন বিভাগে ফিরে যান

বড়পর্দায় এবার বাঘাযতীনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দেবকে

August 15, 2022 | < 1 min read

একটি ছোড়া দিয়ে তিনি একাই একটি বাঘ মেরেছিলেন। সেই কারণে তাঁকে বাঘাযতীন (Baghajatin) নামে ডাকা হত। অকুতোভয় বাঘাযতীন ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম বীর সৈনিক। যিনি দৃঢ় আত্মমর্যাদা ও জাতীয়তাবোধের অধিকারী ছিলেন। এই অকুতোভয় বিপ্লবীকে নিয়ে এবার তৈরি হচ্ছে বাংলা ছবি।

বাঘাযতীনের ভূমিকায় অভিনয় করতে চলেছেন দেব (DEV)। তাঁর প্রযোজনাতেই ছবিটি পরিচালনা করছেন অরুণ রায়।

স্বাধীনতা দিবসের দিন (Independence Day 2022) দেব নিজেই টুইট করে বিষয়টি জানিয়েছেন। টুইটারে তিনি লিখেছেন, ‘‘যতীন মুখোপাধ্যায় হয় মারে না হয় মরে, ধরা দেয় না। ৭৫তম স্বাধীনতার এই মহোৎসবে উন্মোচিত হবে এক বাঙালির বীরগাথা, বাংলার বীর- বাঘাযতীন।’’ সঙ্গে একটি গ্রাফিক্যাল মোশন ব্যবহার করা হয়েছে। নেপথ্যে শোনা যাচ্ছে ‘বন্দে মাতরম্‌’-এর সুর। এক্কেবারে শেষে বাঘাযতীন হিসেবে দেবকে দেখা যাচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Dev, #Film, #Baghajatin, #Independence day 2022

আরো দেখুন