দেশ বিভাগে ফিরে যান

স্বাধীনতার ৭৫ বছর পর রেলের সাফল্য কেবলই বৈদ্যুতিকীকরণ?

August 15, 2022 | < 1 min read

ভারতীয় রেলের সাফল্য বলতে কেবল বৈদ্যুতিকীকরণ! দেশের লাইফলাইনের আর কোন সাফল্য খুঁজেই পেল না মোদী সরকার?
স্বাধীনতা দিবসের প্রাক্কালে ১৪ আগস্ট বৌদ্যুতিকীকরণ সংক্রান্ত পরিসংখ্যান প্রকাশ করেছে মোদী সরকার। তাতেই জানা গিয়েছে, গত ৮ বছরে দেশে প্রায় ৩০ হাজার কিলোমিটারেরও বেশি রেলওয়ে ট্র্যাকের ইলেক্ট্রিফিকেশন করা হয়েছে। এই পরিসংখ্যানকে হাতিয়ার করেই নিজেদের ঢাক পেটাতে ব্যস্ত মোদী সরকার।

১৯৫১-২০২২ অর্থাৎ প্রায় ৭১ বছরের বৈদ্যুতিকীকরণের হিসেব প্রকাশ্যে এনেছে তারা। ১৯৫১ সালে ৩৮৮ কিমি রেল ট্র্যাকের বৈদ্যুতিকীকরণ করা হয়েছিল। ২০০১ এবং ২০১১ সালে যথাক্রমে ১৪ হাজার ৮৫৬ এবং ১৯ হাজার ৬০৭ কিলোমিটার রেলপথের বৈদ্যুতিকীকরণ হয়েছিল। ২০২২ সালে বৈদ্যুতিকীকরণের পরিমাণ পৌঁছেছে ৫২ হাজার ২৪৭ রুট কিলোমিটারে। অর্থাৎ গত আট বছরে দেশের ৩০ হাজার ৫৮৫ রুট কিলোমিটার রেললাইনের বৈদ্যুতিকীকরণ হয়েছে। একেই রেলের চূড়ান্ত সাফল্য বলে তুলে ধরতে মরিয়া মোদী সরকার।

রেললাইনের বৈদ্যুতিকীকরণ ছাড়া অন্য কোন সাফল্য নেই ভারতীয় রেলে? নাকি মোদী আমলে রেলের সাফল্যের কোন নজির খুঁজে পাচ্ছে না রেলমন্ত্রক?​​বেসরকারিকরণের গ্রাসে দেশের রেল, সেখানে কেবল বৈদ্যুতিকীকরণকে সাফল্যের মানদণ্ড হিসেবে ধরা কতটা সঙ্গত? সে প্রশ্ন উঠছে নানা মহলে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Indian Railway, #Independence Day

আরো দেখুন