বিনোদন বিভাগে ফিরে যান

বাংলা ছবির বিশ্বজয়, পঞ্চম ডালাস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কৃত ‘আবার কাঞ্চনজঙ্ঘা

August 16, 2022 | 2 min read

বাঙালিরাই ভারতীয় চলচ্চিত্রের ইতিহাস অধিকাংশ গৌরবময় অধ্যায়ের স্রষ্টা। বাঙালির সেই ঐতিহ্যের পুনরাবৃত্তি ঘটাল রাজর্ষি দে পরিচালিত ছবি ‘আবার কাঞ্চনজঙ্ঘা’। রাজর্ষি দে পরিচালিত ছবিটি সম্প্রতি পঞ্চম ডালাস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ফিচার ফিল্মের অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে। ‘শিকাগো ইন্টারন্যাশনাল বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালেও সেরা ছবির শিরোপা পেয়েছে ‘আবার কাঞ্চনজঙ্ঘা’। এছাড়াও একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটি আমন্ত্রিত হয়েছে। পরিচালক রাজর্ষি, তাঁর ছবির সম্মান প্রাপ্তিকে সকলের জয় হিসেবেই দেখছেন।

এই ছবির সঙ্গে বাঙালির দুই নস্টালজিয়াও জড়িয়ে রয়েছে। প্রথমত, বাঙালির অন্যতম প্রিয় হলিডে ডেস্টিনেশন দার্জিলিঙের প্রেক্ষাপটে ছবিটি নির্মিত হয়েছে। পরিচালকের মতে, দার্জিলিঙের নস্টালজিয়া বিদেশেও ছড়িয়ে পড়েছে। অন্যদিকে, আবার কাঞ্চনজঙ্ঘা ছবিটির মাধ্যমে বিশ্ব বরেণ্য পরিচালক সত্যজিৎ রায়কে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন পরিচালক। প্রসঙ্গত, চলতি বছরই নানা বিধ অনুষ্ঠানের মধ্যে দিয়ে সত্যজিতের জন্ম শতবর্ষ পূর্তির অনুষ্ঠান সমাপ্ত হয়েছে। সত্যজিতের ‘কাঞ্চনজঙ্ঘা’ মুক্তি পেয়েছিল ১৯৬২, এই ছবির মাধ্যমে বাঙালির গ্রে সেলে ছয় দশক আগের স্মৃতিকেই খানিক উসকে দিয়েছেন রাজর্ষি। উল্লেখ্য এটি সম্পূর্ণ মৌলিক গল্প। কাঞ্চনজঙ্ঘা সিক্যুয়েল নয়।

ছবিতে রীতিমতো তারকা সমাবেশ হয়েছে। তনুশ্রী চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, দেবলীনা কুমার, রূপঙ্কর বাগচী, কৌশিক সেন, শাশ্বত চট্টোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়সহ একাধিক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করেছেন। ছবিটির প্রযোজনা করেছেন এ পাণ্ডে ও অক্সত কে পাণ্ডে।

বড়দিনের ছুটিতে একটি পরিবারের বেড়ানোর গল্প নিয়েই ছবি নিজের মতো এগিয়েছে। পরিবারের সদস্যের মধ্যে কিছু না কিছু সমস্যা রয়েছে। ছবিটি আদপে এই সমস্যাগুলো মেটানোর এই গল্প। চিত্রিত হয়েছে সম্পর্কের টানাপোড়েন। বড়দিনের ছুটি কাটাতে দার্জিলিঙের পৈতৃক বাড়ি অভিলাষে গিয়ে হাজির সকলে, তারপর কী হচ্ছে জানতে ছবিটি দেখতে হবে।

বিশ্বের দরবার ‘আবার কাঞ্চনজঙ্ঘা’ ছবিটি বাংলা ছবিকে ফের সম্মানীয় আসন এনে দিল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bengali Movie, #award, #Abar kanchenjunga, #Dallas International Film Festival

আরো দেখুন