খেলা বিভাগে ফিরে যান

গভীর রাতে FIFA-র নির্বাসন বার্তা, ঘোর সঙ্কটে ভারতীয় ফুটবল

August 16, 2022 | < 1 min read

সঙ্কটে ভারতীয় ফুটবল। বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থার কড়া শাস্তির মুখোমুখি ভারতের ফুটবল নিয়ামক সংস্থা। এর আগে ফিফার পক্ষ থেকে বারবার হুঁশিয়ারি দেওয়া হয়েছে, এবার সেই জল্পনাই বাস্তবায়িত হল। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে (AIFF) নির্বাসিত করল ফিফা। কারণ হিসেবে ‘তৃতীয় পক্ষের হস্তক্ষেপ’-কে দায়ী করছে ফিফা। নির্বাসনের ফলে একদিকে যেমন ভারতে অনূর্ধ্ব-১৭ মেয়েদের বিশ্বকাপ ফুটবল আয়োজন ঘিরে অনিশ্চয়তার সৃষ্টি হল, ঠিক তেমনই সুনীলদের ভবিষ্যতেও ঘনাল অনিশ্চয়তার মেঘ। প্রসঙ্গত, চলতি বছরের ১১-৩০ অক্টোবর ভারতে মেয়েদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ হওয়ার কথা রয়েছে।

ভারতীয় সময় রাত আড়াইটায় ফিফার জুরিখের সদরদপ্তর থেকে নির্বাসনের খবরের ইমেলটি করা হয়। জানা গিয়েছে, জুরিখের স্থানীয় সময় অনুযায়ী, সন্ধ্যে সাতটা নাগাদ নির্বাসনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভারতীয় ফুটবলে তৃতীয় পক্ষের সরাসরি হস্তক্ষেপ নিয়ে দেশের ফুটবল সংস্থাকে বহুবার সতর্ক করেছে ফিফা। মোদী সরকারের ক্রীড়ামন্ত্রককে ফিফা তরফে বারবার জানানো হয়েছিল, ভারতের শীর্ষ আদালতের হস্তক্ষেপ তারা পছন্দ করছে না। কিন্তু ভারতের ফুটবল কর্তারা তাতেও সতর্ক হননি।

ফিফা প্রেস বিবৃতিতে জানিয়েছে, তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণেই ফিফা কাউন্সিল সর্বসম্মতভাবে সর্বভারতীয় ফুটবল সংস্থাকে নির্বাসিত করার সিদ্ধান্ত নিয়েছে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির সমস্ত ধরণের নিয়ন্ত্রণ ফিরে না পাওয়া পর্যন্ত নির্বাসন বহাল থাকবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#FIFA, #All India Football Federation

আরো দেখুন