ED-CBI-এর পক্ষপাতদুষ্ট তদন্তের প্রতিবাদে খেলা হবে দিবস থেকে পথে নামল তৃণমূল
আজ খেলা হবে দিবস, রাজ্যজুড়ে নানান জায়গায় পালিত হচ্ছে দিনটি। কয়েকদিন আগেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ১৬ আগস্ট ‘খেলা হবে দিবস’-এই তৃণমূল কংগ্রেস পথে নামবে। রাজ্যবাসীকে খেলা হবে দিবসের শুভেচ্ছাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, বিগত বছর থেকে ১৬ আগস্ট দিনটিকে খেলা হবে দিবস (Khela Hobe Dibas) হিসেবে পালন করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, রাস্তায় নামতে হবে। রাস্তাই রাস্তা দেখাবে। রাজ্যের একাধিক জায়গায় আজ মিটিং-মিছিল-সভার ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তৃণমূলের দুই শীর্ষস্থানীয় নেতা গ্রেপ্তারি ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই সে বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করেছে জোড়াফুল নেতৃত্ব। অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) গ্রেপ্তারি নিয়ে বেহালার সভা মঞ্চ থেকেই সুর চড়িয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি আক্রমণ শানিয়ে তিনি জানতে চেয়েছেন, কেন অনুব্রতকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যেই ইডি-সিবিআইয়ের (ED-CBI) পক্ষপাতদুষ্ট তদন্তের বিরুদ্ধে পথে নেমেছে তৃণমূলের ছাত্র-যুব শাখা।
আজ ফের প্রতিবাদে পথে নামল তৃণমূল। মমতার নির্দেশ অনুসারে, রাজ্যজুড়ে আজ থেকে প্রতিবাদ মিছিল, প্রতিবাদ সভা করল তৃণমূলের কর্মী-সমর্থকরা। জানা যাচ্ছে, সেপ্টেম্বর মাসের প্রথমে নেতাজি ইনডোর স্টেডিয়ামে বুথ ভিত্তিক কর্মী সম্মেলন করতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।