ভেজাল ভোজ্য তেলের কারবারে দেশের মধ্যে শীর্ষে ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশ
ফের মুখ পুড়ল বিজেপির ডবল ইঞ্জিন রাজ্য উত্তরপ্রদেশের, তবে এবার আইন-শৃঙ্খলা নয়! যোগী রাজ্যের মুখ পোড়াল ভেজাল ভোজ্য তেল (Edible Oil)। বিজেপি শাসিত উত্তরপ্রদেশে রমরমিয়ে বিকোচ্ছে ভেজাল ভোজ্য তেল। দেশের মধ্যে ভেজাল ভোজ্য তেল বিক্রির নিরিখে শীর্ষে যোগী রাজ্য।
অন্যদিকে, বাংলায় ২৭৮টি জায়গায় তল্লাশি চালিয়েও, খোলা বাজারে কোথাও ভেজাল তেলের সন্ধান মেলেনি। ১৭ আগস্ট মোদী সরকারের তরফেই একথা জানানো হয়েছে। দেশে উন্নত ও সঠিক গুণগত মানের ভোজ্য তেল, বনস্পতি বিক্রি হচ্ছে কি না, তা পরখ করতে ১ থেকে ১৪ আগস্ট দেশজুড়ে স্বাস্থ্যমন্ত্রক অধীনস্থ সংস্থা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়া (Food Safety and Standards Authority Of India) বিশেষ অভিযান চালিয়েছে।
জানা গিয়েছে তল্লাশি অভিযানে, ৪ হাজার ৮৪৫টি জায়গায় থেকে মোট ২৭ হাজার ৫২৯ লিটার ভেজাল ভোজ্য তেল বাজেয়াপ্ত করা হয়েছে। যার মধ্যে সিংহভাগ যোগীরাজ্য থেকেই মিলেছে, বিজেপির (BJP) ডবল ইঞ্জিন রাজ্য উত্তরপ্রদেশ থেকে ২১ হাজার ৮৬৫ লিটার ভেজাল তেল বাজেয়াপ্ত করা হয়েছে।